শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
মোরেলগঞ্জে উন্মুক্ত গণশুনানী অনুষ্ঠিত
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩, ৩:৪৯ PM
বাগেরহাটের মোরেলগঞ্জে সরকারি বেসরকারি সেবাদানকারী ইউনিয়নও উপজেলা পরিষদে প্রতিষ্ঠানের সাথে সাধারণ মানুষের এক উন্মুক্ত গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।

(২৭ অক্টোবর) সোমবার বেলা ১১টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে বেসরকারী উন্নয়ন সংস্থা ডরপ্ও সুশীলনের পানিই জীবন প্রকল্পের সহযোগীতায় এ গণশুনানী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ ই আলম বাচ্চু, বিশেষ অতিথি মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, সহকারী কমিশনার ভুমি আব্দুল কুদ্দুস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুশীলনের উপজেলা সমন্বয়কারী দিপালী বিশ্বাস। অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রতন কৃষ্ণ দাস, সমাজ সেবা কর্মকর্তা গৌতম কুমার বিশ্বাস প্রমুখ।

গনশুনানীতে অংশগ্রহণকারী গ্রাম পর্যায়ের মা সংসদের স্পীকার সুফিয়া বেগম, মোঃ আবুল হোসেন, অর্চণা রানী, অহিদুজ্জামান সাগর, যুব গ্রুপের সভাপতি শেফালী আক্তার রাখি,লাবনী আক্তার কলি সহ বিভিন্ন বেনিফিসিয়ারিরা এসময় জলবায়ু পরিবর্তনতার ফলে এ উপকুলীয় জনপদের মানুষের ক্ষতিকর দিকগুলো তুলে ধরেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডরপ্ পানি ই জীবন প্রকল্পের উপজেলা কো অর্ডিনেটর শওকত চৌধুরী।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত