আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা- ৪ আসনে সাবেক সফল ভূমিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ভাষা সৈনিক মরহুম শামসুর রহমান শরীফ ডিলু এমপি’র সন্তান পাবনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ গালিবুর রহমান শরীফ জাতীয় সংসদ সদস্য পদে নৌকা প্রতিকের দলীয় মনোনয়ন পাওয়ায় সংবর্ধনা দিয়েছে ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগ।
মঙ্গলবার দুপুর ১২ টায় উপজেলার মুলাডুলিতে এই সংবর্ধনার আয়োজন করা হয়। ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে অনুষ্ঠিত সংবর্ধনা সভাটি জনসভায় পরিণত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাসে সভাপতিত্বে সংবর্ধনা সভা পরিচালনা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু।
উষ্ণ সংবর্ধনায় গালিবুর রহমান শরীফ বলেন, অশেষ কৃতজ্ঞতা মমতাময়ী মা, আধুনিক বাংলাদেশের রূপকার দেশরত্ন শেখ হাসিনাকে যিনি আমাকে নৌকা প্রতীক দিয়েছেন। জনগনের প্রতি অশেষ ভালবাসা জানিয়ে তিনি বলেন, আমার পিতা সাবেক সফল ভূমিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ভাষা সৈনিক মরহুম শামসুর রহমান শরীফ ডিলু এমপি দীর্ঘদিন এই ঈশ্বরদী-আটঘড়িয়ার জনগণকে নিয়ে কাজ করেছেন। তিনি সবসময় জনগণকে নিয়ে ভাবতেন। তার উত্তরসূরী হিসেবে আমিও যেন আপনাদের পাশে থাকতে পারি ভাল কাজ করতে পারি সেজন্য দোয়া করবেন।
এসময় তিনি পিতার স্মৃতিচারণে আবেগে আপ্লুত হয়ে যান। বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাসের প্রতি শ্রদ্ধা জানিয়ে সকলকে নিয়ে কাজ করার কথা বলেন তিনি।
এর আগে প্রয়াত সংসদ সদস্য মহিউদ্দীন বিশ্বাস, আঃ রহিম মালিথা, আনিসুন্নবী বিশ্বাসসহ প্রয়াত নেতাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানান।
সভায় ঈশ্বরদী পৌরসভায় মেয়র ইছাহক আলী মালিথা, পাকশী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুল রহমান হব্বুল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আব্দুস সালাম খান, মুরাদ আলী মালিথা, পাকশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিন্টু, সাইফুল আলম বাবু মন্ডল, মুলাডুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ খালেক, সাঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার, সলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা, দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বকুল সরদার, সাবেক চেয়ারম্যান গফুর মিয়া, সাহাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আতিয়ার রহমান ভোলা, উপজেলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী বক্তব্য রাখেন।
সভায় ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান মিন্টু, লক্ষ্মীকুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিস শরীফ, মুলাডুলি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সেলিম মালিথা, উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল, পৌর যুবলীগের সভাপতি আলাউদ্দীন বিপ্লব, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম লিটনসহ ঈশ্বরদী-আটঘড়িয়া উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।