ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া খড়মপুর কল্লা শহীদ মাজার পরিচালনা কমিটির টানা দ্বিতীয় বার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম খাদেম মিন্টু।
মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক কার্যালয়ে এক সভায় মাজার পরিচালনা কমিটির নির্বাচিত সদস্যদের ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হয় তিনি।
খড়মপুর মাজার কতৃপক্ষ সূত্রে জানা যায়, পদাধিকার বলে জেলা প্রশাসক কল্লা শহীদ মাজার পরিচালনা কমিটির সভাপতি ও আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পদাধিকার বলে সহ-সভাপতি।
খাদেম পরিবারের ভোটে সদস্য নির্বাচিত হয়। এবং সদস্যদের ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।
রফিকুল ইসলাম খাদেম মিন্টু গত ২৪ নভেম্বর খাদেম পরিবারের ভোটে সদস্য নির্বাচিত হয়।এর আগে গত ২০২১ সালের জানুয়ারিতে প্রথমবার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে তিনি দায়িত্ব পালন করছে।