ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ময়মনসিংহ টু কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে পৌর এলাকার ফায়ার সার্ভিস সংলগ্ন স্থানে বালুবাহী ট্রাকের ধাক্কায় শিক্ষকসহ দুইজন নিহত হয়েছেন। বৃহঃবার (৩০ নভেম্বর) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে ওই দূর্ঘটনাটি ঘটে। ঘটনার পর ট্রাক চালককে আটক করে পুলিশ।
ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কিশোরগঞ্জগামী বালুবাহী ট্রাকটি ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন আসা মাত্রই নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একজন পথচারী নারীকে তৎক্ষণাৎ একটু সামনেই একজন স্কুল শিক্ষককে চাপা দেয়। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আহত নারীকে মৃত ঘোষণা করে। অপরদিকে স্কুলশিক্ষককে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ওই স্কুলশিক্ষককেও মৃত ঘোষণা করেন।
নিহত শিক্ষক হলেন উপজেলার বড়হিত ইউনিয়নের পস্তাইল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস সাত্তার (৫৮)। তিনি ওই ইউনিয়নের নওপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। অপর নিহত নারী হলেন ঈশ্বরগঞ্জ পৌর এলাকার দত্তপাড়া গ্রামের মৃত দুলাল গৌড়ের মেয়ে ধনতি গৌড় (৬০)।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ট্রাকটি জব্দ ও এর চালককে আটক করা হয়েছে। লাশ দুটির সুরতহাল সম্পন্ন, স্বজনের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।