সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
সাতক্ষীরার চারটি আসনে আওয়ামী লীগের প্রার্থীর নাম ঘোষণা
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩, ৩:০৩ PM
দ্বাদশ সংসদীয় নির্বাচনে সাতক্ষীরার চারটি আসনে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করা হয়েছে। রবিবার বিকেলে ঢাকায় পার্টির কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক সংবাদ সস্মেলনে এ ঘোষণা দেন।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা হলেন, সাতক্ষীরা-১ আসনে (তালা- কলারোয়া) কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন,(২) আসনে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু,(৩) আসনে জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী ডাঃ আ.ফ.ম রুহুল হক এবং-(৪) আসনে শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন। তবে জোটগতভাবে নির্বাচন হলে এ চিত্র পাল্টে যেতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ ছাড়াও জাতীয় পার্টি বা বিকল্প ধারা থেকে যে কেউ নির্বাচন করার সূযোগ পেতে পারেন।

তবে দলীয় প্রতীক পাওয়ার পর তাদের সমর্থনে অনেকে মিষ্টি বিতরণ করলেও তাদের সমর্থনে রবিবার সন্ধা ৬টা পর্যন্ত আনন্দ মিছিলের খবর পাওয়া যায়নি। উল্লাসকে ঘিরে যাতে কোন অনাকাঙ্খিত ঘটনা না ঘটে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত