বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ ২৬ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
ঝিনাইদহে বাংলাদেশ বুলেটিনের ষষ্ঠ বার্ষিকী উদযাপন
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩, ৫:২৬ PM আপডেট: ৩০.১১.২০২৩ ৫:৪৬ PM
ঝিনাইদহের সাংবাদিকরা ঐক্যবদ্ধ, সাংবাদিকরা তাদের জীবনকে মানবতার কল্যানে উৎসর্গ করেছে।সাংবাদিকতার নীতিমালা মেনেই বস্তুনিষ্ঠ সংবাদপরিবেশনে তারা প্রতিজ্ঞাবদ্ধ।

বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটিকার্যালয়ে জাতীয় দৈনিক বাংলাদেশ বুলেটিনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভায় বক্তাগন এ কথা বলেন। ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এমএ কবীরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রথীন্দ্রনাথ রায়। 

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন উদ্দীন,জাতীয় ইংরেজী দৈনিক দি বাংলাদেশ  মনিটরের নির্বাহী সম্পাদক জাহিদ হোসেন  বিপ্লব, বিশিষ্ঠ সংগঠক এবং বে-সরকারী সংস্থা সিও এর নির্বাহী পরিচালক শামসুল আলম, ঝিনাইদহ জেলা চেম্বার্স অব কমার্সের সাবেক সহ সভাপতি সাংবাদিক নাছিম উদ্দীন এবং আব্দুর রকিব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলম।

প্রধান অতিথি রথীন্দ্রনাথ রায় বলেন, প্রশাসন এবং রাষ্ট্রযন্ত্রের মাঝখানে আছে সংবাদ মাধ্যম। গঠন মূলক সমালোচনা সবসময় গ্রহনযোগ্য। 

এই প্রক্রিয়ার মাধ্যমে ভুলত্রুটি সংশোধন করা সহজ হয়। সাংবাদিকরা কোন রাগ-অনুরোগের বশবর্তি না হয়ে নিরপেক্ষতার সাথে সংবাদ পরিবেশন করবেন। আমরা গণমাধ্যমকে সাথে নিয়েই সামনে এগিয়ে যেতে চাই। তিনি দৈনিক বাংলাদেশ বুলেটিনের ৬ষ্ঠ বার্ষিকীতে পদার্পণে শুভেচ্ছা এবং অভিনন্দন জানান। 

বাংলাদেশ বুলেটিনের ঝিনাইদহ জেলা প্রতিনিধি এবং রিপোর্টার্স ইউনিটির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান এর সার্বিক ব্যবস্থাপনায় এবং রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শাহিদুর রহমান সন্টুর পরিচালনায় বিশেষ অতিথি ইমরান জাকারিয়া বলেন, অনেক কাগজের ভীড়ে বাংলাদেশ বুলেটিন হাটি হাটি পা পা করে ষষ্ঠ বছরে পদার্পণ করেছে এটি অনেক আশার কথা। এই সংবাদপত্রটি সামনে আরো এগিয়ে যাক এই কামনা করি।

তিনি সাংবাদিকতাকে রাষ্ট্রের কলাণে কাজে লাগানোর আহবান জানান। 

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ কেক কাটার মধ্য দিয়ে সবাইকে পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত