স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এবং জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুস সালাম এর পর রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিল করলেন মানিকগঞ্জ -২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক রেহেনা আক্তার এর নিকট মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মানিকগঞ্জ -১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সালাম, সিংগাইর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ভিপি শহীদ, সিঙ্গাইর পৌরসভার মেয়র আবু নাঈম মোহাম্মদ বাশার সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সমর্থকগণ উপস্থিত ছিলেন। পরে তিনি সহকারী রিটার্নিং অফিসার ও হরিরামপুর উপজেলা নির্বাহী অফিসার মো: শাহরিয়ার রহমানের নিকট মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় সহস্রাধিক নেতাকর্মী সমর্থক ভক্তরা উৎসবমুখর পরিবেশে নৌকা মার্কায় ভোট দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
তৃতীয়বারের মতো তিনি এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন তথা নৌকার মাঝি হলেন।
মনোনয়নপত্র দাখিল পরবর্তী প্রেস ব্রিফিংয়ে জননন্দিত সকলের প্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম বলেন, শেখ হাসিনা আমাকে দায়িত্ব দেওয়ার পর সিংগাইর হরিরামপুর ও মানিকগঞ্জ অঞ্চলের ব্যাপক উন্নয়ন করেছি। যার ফল হিসেবে এবারও আমাকে নৌকার মাঝি বানিয়েছেন। সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও দলীয় নেতাকর্মী এবং এলাকাবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলে সিংগাইরে গ্যাস লাইন সংযোগ এবং হেমায়েতপুর সিংগাইর হরিরামপুর হয়ে পাটুরিয়া পর্যন্ত মেট্রোরেল সংযোগ স্থাপনের চেষ্টা করব।
তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিগত ১৫ বছরে দেশকে মর্যাদাশীল জায়গায় নিয়ে গেছেন। দেশে ভাবনীয় উন্নয়ন করেছেন। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। যারা শেখ হাসিনার নৌকা ভালোবাসেন তারা কখনো অন্য জায়গায় ভোট দেবেনা এটা আমি বিশ্বাস করি। তবে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হলে তা সকলের কাছে গ্রহণযোগ্য হবে।