শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
বরিশালের ৬টি আসনে ১৭ জনের মনোনয়নপত্র দাখিল
বরিশাল ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩, ৫:৩৯ PM আপডেট: ৩০.১১.২০২৩ ৫:৪২ PM
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের ছয়টি আসনে এখন পর্যন্ত ১৭ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। বেলা ১২টা পর্যন্ত রিটার্নিং অফিসারের দপ্তর থেকে তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (৩০) নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে বরিশাল-৫ আসন থেকে বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বরিশাল-৫ ও বরিশাল-২ আসন থেকে জাতীয় পার্টির মনোনিত প্রার্থী ও কেন্দ্রীয় জাপা যুগ্ম মহাচিব ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস, বরিশাল-২ এবং বরিশাল-৩ আসন থেকে বাংলাদেশ ওয়াকার্স পার্টির চেয়ারম্যান রাশেদ খান মেনন, বরিশাল-২ আসন থেকে বিএনপি তৃনমূল প্রার্থী শাজাহান সিরাজ মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

সকালে বরিশাল-২ এবং বরিশাল-৫ আসন থেকে মনোনয়ন জমা দেন জাতীয় পার্টির প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস। এ সময় তার সাথে উপস্থিত ছিলে বরিশাল মহানগর জাতীয়পার্টি আহবায়ক অধ্যাপক মহসিন- উল- ইসলাম হাবুল।

এরপর বরিশাল-২ ও বরিশাল-৩ আসেনে বাংলাদেশ ওয়াকার্স পার্টির চেয়ারম্যান রাশেদ খান মেনন এর পক্ষে বরিশাল জেলা কমিটির সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু ও সাধারণ সম্পাদক এ্যাড.শেখ মো: টিপু সুলতান মনোনয়ন পত্র জমা দেন।

এরপর বরিশাল-২ আসন থেকে বিএনপি তৃনমূলের প্রার্থী মো : শাজাহান সিরাজ মনোনয়ন পত্র জমা দেন। পরে বেলা ১২ টার দিকে বরিশাল-৫ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ পক্ষে নেতৃবৃন্দ মনোনয়ন জমা দেন।

এ সময় বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, সহ-সভাপতি ও সাবেক বিসিসি প্যানেল মেয়র কাউন্সিলর গাজী নঈমুল হাসান লিটু, বরিশাল জেলা আওয়মী লীগের সহ-সভাপতি মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম, আওয়ামী লীগ নেতা ও বরিশাল প্রেসক্লাব সাধারন সম্পাদক এস এম জাকির হোসেন, বিসিসি সাবেক প্যানেল মেয়র ও কাউন্সিলর এ্যাড. রফিকুল ইসলাম খোকন,বীর মুক্তিযোদ্ধা প্রদিপ কুমার ঘোষ পুতুল, সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত