আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে আওয়ামী লীগের মনোনীত দলীয় প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফি বিন মুর্তজার পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলীয় নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৩০নভেম্বর) দুপুরের দিকে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জেলা প্রশাসক মোহাম্মাদ আশফাকুল হক চৌধুরীর কাছে মনোনয়ন পত্র জমা দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. সুবাস চন্দ্র বোস।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সোহরাব হোসেন বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার আলমগীর হোসেন আলম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অচিন কুমার চক্রবর্তী, সাধারণ সম্পাদক ওমর ফারুক, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সি আলাউদ্দীন, মাশরাফির বাবা গোলাম মোর্ত্তজা স্বপনসহ হাজারো নেতাকর্মী।
মনোনয়ন পত্র জমাদান শেষে জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. সুবাস চন্দ্র বোস বলেন, শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড যে নমিনেশন দিয়েছে তাতে আমরা আনন্দিত, উচ্ছ¡াসিত। আমরা আনন্দ মুখর পরিবেশে আজ মাশরাফি বিন মুর্তজার মনোনয়ন ফরম জমা দিয়েছি।
উল্লেখ্য, এরই মধ্যদিয়ে দ্বিতীয়বারের মত নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করতে যাচ্ছে আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফি বিন মুর্তজা। ২০১৮ সালে একই আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন মাশরাফি। আগামী বছরের জানুয়ারির ৭ তারিখে সারাদেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।#