নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে আওয়ামীলীগ প্রার্থী ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীর বিরুদ্ধে নির্বাচনী মাঠে লড়বেন ৭ প্রার্থী। তাঁরা বৃহস্পতিবার (৩০ নভেম্বর) গুরুদাসপুর ও বড়াইগ্রাম সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন, বর্তমান জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখা বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী এমপি। আওয়ামীলীগের দলীয় মনোনয়ন না পেয়ে গুরুদাসপুর থেকে স¦তন্ত্রপ্রার্থী হয়েছেন গুরুদাসপুর পৌর আওয়ামীলীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম ও প্রয়াত এমপি আব্দুল কুদ্দসের পুত্র জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আসিফ আব্দুল্লাহ শোভন। এছাড়া বড়াইগ্রাম থেকে বনপাড়া পৌর আওয়ামীলীগের সভাপতি ও মেয়র কেএম জাকির হোসেনের মা জাহানারা বেগম, আওয়ামীলীগ কর্মী সুজন আহম্মেদ ছাড়াও জেলা জাতীয় পার্টির সভাপতি আলাউদ্দিন মৃধা, জাকের পার্টি থেকে রবিউল করিম ও বাংলাদেশ কংগ্রেস পার্টি থেকে জেলা মহিলা সভানেত্রী শান্তি রিবেরু মনোনয়নপত্র দাখিল করেছেন।
মনোনয়নপত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন গুরুদাসপুরের ইউএনও ও সহকারী রিটার্নিং অফিসার শ্রাবণী রায় এবং বড়াইগ্রামের ইউএনও ও সহকারী রিটার্নিং অফিসার মো. আবু রাসেল।