সোমবার ১৪ জুলাই ২০২৫ ৩০ আষাঢ় ১৪৩২
সোমবার ১৪ জুলাই ২০২৫
পটুয়াখালীর ৪টি আসনে ২৮জন প্রার্থী, আছেন সাবেক মন্ত্রী, এমপিসহ আমলাও
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩, ৬:৫২ PM আপডেট: ৩০.১১.২০২৩ ৭:০৮ PM
দ্বাদশ জাতয়ি সংসদ নির্বাচনে মনোনয়ন জমা দেয়ার শেষ দিনে বৃহস্পতিবার বিকাল পর্যন্ত পটুয়াখালীর চারটি আসনে মোট ২৮জন প্রার্থী তাদের দলীয় ও ব্যক্তিগত মনোনয়ন ফরম জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কাছে জমা দিয়েছেন বলে নিশ্চিত করেছেন জেলা প্রশাসক নুর কুতুবুল আলম।

এই ২৮জন প্রার্থীর মধ্যে সাবেক মন্ত্রী, সাবেক এমপি ও বর্তমান এমপিসহ দুইজন সরকারী উর্ধ্ধতন সাবেক কর্মকর্তাও আছেন। চারটি আসনেই প্রার্থী দিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগ এবং জাতীয় পার্টি। 

এছাড়া জাসদ, তৃনমূল বিএনপি, ন্যাশনাল পিপলস পার্টি এবং বাংলাদেশ কংগ্রেস পার্টি চারটি আসনের মধ্যে দুটি আসনে মোট ২জন করে তাদের দলীয় প্রার্থী দিতে সক্ষম হয়েছেন। ১জন জকরে প্রার্থী দিয়েছেন জাকের পার্টি, জাগ্রত বাংলাদেশ, তরিকত ফেডারেশন, বাংলাদেশ সুপ্রিম পার্টি, বিএনএফ। এছাড়া স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ৭জন।

জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে,  পটুয়াখালী-১ আসন (দুমকী, মির্জাগঞ্জ ও দুমকী উপজেলা) : মোঃ আফজাল হোসেন (বাংলাদেশ  আওয়ামীলীগ বর্তমান এমপি) এবিএম রুহুল আমিন হাওলাদার (জাতীয় পার্টি সাবেক এমপি), নজরুল ইসলাম বদরপুরি (ন্যাশনাল পিপলস পার্টি), কেএম আনোয়ারুজ্জামান (জাসদ), মিজানুর রহমান বাবুল (জাকের পার্টি), মহিউদ্দিন মামুন (জাগ্রত বাংলাদেশ), মোঃ খলিলুর রহমান (তরিকত ফেডারেশন), নাসির উদ্দিন তালুকদার (বাংলাদেশ কংগ্রেস)।

পটুয়াখালী-২ (বাউফল উপজেলা) : আ স ম ফিরোজ (বাংলাদেশ আওয়ামীলীগ সাবেক চীপ হুইপ বর্তমান এমপি), হাসিব আলম তালুকদার (আওয়ামীলীগের কেন্দ্রিয় উপ কমিটির সদস্য), মোঃ মহসীন (জাতীয় পার্টি), নুর মোহাম্মদ হাওলাদার (নির্দলীয়), মোঃ মাহবুবুর আলম (তৃনমূর বিএনপি), জোবায়ের হোসেন (স্বতন্ত্র) {জেলা সেচ্ছাসেবকলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক}।

পটুয়াখালী-৩ (গলাচিপা ও দশমিনা) : এসএম শাহজাদা (বাংলাদেশ আওয়ামীলীগ বর্তমান এমপি), লেঃ জেনারেল (অবঃ) আবুল হোসেন {বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এর সাবেক মহাপরিচালক}, মোঃ নজরুল ইসলাম (জাতীয় পার্টি), মোঃ সাইফুর রহমান (ন্যাশনাল পিপলস পার্টি), মোঃ ওবায়দুর ইসলাম (তৃনমূল বিএনপি), মোঃ নুরে আলম (বাংলাদেশ সুপ্রিম পার্টি), কামরুল ইসলাম (বিএনএফ)।

পটুয়াখালী-৪ (কলাপাড়া ও রাঙ্গাবালী) : মোঃ মহিববুর রহমান (বাংলাদেশ আওয়ামীলীগ বর্তমান এমপি), মাহবুবুর রহমান তালুকদার (সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী এবং কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি), বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) হাবিবুর রহমান (মাহবুবুর রহমানের আপন ভাই {এনএসআইর সাবেক মহাপরিচালক}, আবদুল্লাহ আল লিটন (সাবেক এমপি আনোয়ারুজ্জামান এর ছেলে কেন্দ্রিয় আওয়ামীলীগের উপকমিটির সদস্য), বিশ্বাস শিহাব পারভেজ মিঠু (জাসদ), আব্দুল মান্নান (জাতীয় পার্টি), মোঃ জাহাঙ্গীর হোসেন (বাংলাদেশ কংগ্রেস)।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত