পার্বত্য খাগড়াছড়িতে মাদক ও চোরাকারবারীদের আইনের আওতায় নিয়ে আসতে চলমান অভিযানের অংশ হিসেবে গুইমারায় পনেরো লক্ষ টাকার ভারতীয় ঔষুধ, চোরাচালানে ব্যবহৃত একটি মাইক্রোবাস সহ মোহাম্মদ জাবেদ(২৪) ও কাজী মোঃ ইব্রাহিম রিদয়ান(২২) নামে দুই চোরাকারবারীকে আটক করেছে গুইমারা থানা পুলিশ।
শনিবার (২ ডিসেম্বর) রাত সাড়ে বারোটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গুইমারা থানাধীন হাফছড়ি ইউপি'র জালিয়াপাড়া টু মানিকছড়ি সড়কের সিকদার মোড় নামক স্থানে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, ফটিকছড়ি উপজেলার উত্তর রাঙ্গামাটিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের মোহাম্মদ সেলিমের ছেলে মোহাম্মদ জাবেদ, ও একই উপজেলার দক্ষিণ রাঙ্গামাটিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের মৃত কাজী মো: জাহাঙ্গীর আলমের ছেলে কাজী মোঃ ইব্রাহিম রিদয়ান।
পুলিশ সুত্রে জানা যায়, আমদানি শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় ঔষধ চোরাচালান হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মুক্তা ধর এর নির্দেশনায় সড়কে চেক পোস্ট স্থাপন করে বিভিন্ন গাড়ী তল্লাশী কালে একটি সিলভার রং এর মাইক্রোবাস যাহার রেজিষ্ট্রেশন নাম্বার চট্টমেট্রো-গ ১১-৮৪৩৮ গাড়ীটি তল্লাশী কালে ভারতীয় কোম্পানির ২০(বিশ) প্রকার ৩৩,৩৪৩ পিস ঔষুধ সহ আসামীদেরকে গ্রেফতার করা হয়েছে। জব্দকৃত ভারতীয় ঔষধের আনুমানিক বাজার মুল্য ১৫ লক্ষ টাকা।
পুলিশ সুপার মুক্তা ধর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামীদেরকে যথাসময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।