আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে নির্ধারিত প্রার্থীদের যাচাই বাছাই-এ নির্বাচনী বিধি অমান্য ও প্রয়োজনীয় কাগজপত্র জমা না দেওয়ার কারণে নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের ১স্বতন্ত্র প্রার্থীসহ ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।
রবিবার (৩ ডিসেম্বর) দুপুর ১২টায় যাচাই-বাছাই কালে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শাহেদ পারভেজ তাদের মনোনয়নপত্র বাতিল করেন। এসময় সহকারী রিটার্নিং কর্মকর্তাগণ, প্রার্থীগণ প্রস্তাব- সমর্থকগণ ও সরকারের বিভিন্ন সেবা মূলক প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মনোননয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন- স্বতন্ত্র প্রার্থী এডভোকেট আব্দুল মতিন, কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী রিগ্যান আহমেদ এবং বিএনএম প্রার্থী আসাদুজ্জামান খান।
কেন্দুয়া উপজেলা সহকারী রিটার্নিং অফিসার কাবেরী জালাল জানান, নির্বাচনী বিধি মোতাবেক প্রয়োজনীয় কাগজপত্র জমা না দেওয়ার কারণে নেত্রকোনা-৩ (কেন্দুয়া -আটপাড়া) আসনের তিন জন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।
স্বতন্ত্র প্রার্থী এডভোকেট আব্দুল মতিন জানান, আবেদনে মোট ভোটারের এক শতাংশ ভোটারের সই করে জমা দেওয়ার কথা ছিল। সেখান থেকে ভোটারের তথ্য সঠিক পাওয়া যায় নাই। ফলে স্বতন্ত্র প্রার্থীর সমর্থন যাচাই বিধিমালা ২০১১ এর ৫ বিধি লঙ্ঘিত হয়েছে। পরে আইন অনুযায়ী আমার মনোনয়নপত্র বাতিল করা হয়।
আপনি আপিল করবেন কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি এলাকার নেতাকর্মীদের সাথে কথা বলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব।
অন্য দুই প্রার্থীর সাথে যোগাযোগ করা হলে তাদের বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য নেত্রকোনা-৩ আসনে ১০ জন প্রার্থীর মধ্যে ৩ জনের প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ায় ৭ জন প্রার্থীই চুড়ান্ত ভাবে সিলেক্ট হয়।
চুড়ান্ত ৭ জন প্রার্থী হল-
১। বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল।
২ স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগ মনোনীত নবম জাতীয় সংসদ সদস্য, ডাকসু নেতা এবং বর্তমান জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো.মঞ্জুর কাদের কোরাইশী।
৩। সাবেক উপজেলা চেয়ারম্যান এবং আওয়ামীলীগ মনোনীত দশম জাতীয় সংসদ সদস্য ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু।
৪। জাতীয় পার্টি মনোনীত কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন ভূঞা।
৫। ইসলামী ঐক্যজোট মনোনীত এহতেশামুল সারোয়ার।
৬। তৃনমুল বিএনপি মনোনীত মিজানুর রহমান খান।
৭। জাকের পার্টির সুরুজ আলী জেলা রিটার্নিং কর্মকর্তা কাছে দুপুর তিনটার দিকে মনোনয়ন পত্র জমা দেন।