প্রতিবন্ধী ব্যাক্তিদের সাথে সম্মিলিত অংশগ্রহণ, নিশ্চিত করবে এসডিজি অর্জন- এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জ বিশ্ব প্রতিবন্ধী দিবস পালন করা হয়েছে।
রোববার (৩ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৩২ তম আন্তর্জাতিক ও ২৫ তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক জোয়ার্দার মোহাম্মদ মহিউদ্দিন এর সভাপতিত্বে ও উপজেলা সমাজ সেবা অফিসার রুশিয়া আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহসীন মৃধা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন মো. মোয়াজ্জেম আলী খান চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার( ডিএসবি) নূর জাহান লাবনী, প্রকৌশলী দেওয়ান মো. গিয়াস উদ্দিন,পাসার নির্বাহী পরিচালক ফরিদ খান, ব্র্যাক প্রকল্প কর্মকর্তা মো.ওমর ফারুক, বারসিক প্রকল্প কর্মকর্তা মো.নজরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, দেশের মোট জনসংখ্যার দশ ভাগ প্রতিবন্ধী। বিশাল এই জনগোষ্ঠীকে বাদ দিয়ে স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব নয়। তাই একজন প্রতিবন্ধী ব্যাক্তি পরিবার সমাজ ও রাষ্ট্রের বোঝা না দেবে তাদের জনশক্তিতে পরিণত করতে হবে। সাহায্য সহযোগিতার ওপর নির্ভরশীল না হয়ে তাদের অধিকার আদায়ে আমাদের সোচ্চার ভূমিকা পালন করতে হবে। ইতিমধ্য সরকার বিশেষভাবে সক্ষমদের জন্য বিভিন্ন ধরনের উপকরণ ও কারিগরি সহায়তা প্রদান করে আসছে। তাই সরকার ও বেসরকারি কারিগরি সহায়তা নিয়ে সক্ষমতা বৃদ্ধি করতে হবে। এভাবেই একদিন তাদের অধিকার ও টেকসই উন্নয়ন অর্জিত হবে।