বুধবার ৬ আগস্ট ২০২৫ ২২ শ্রাবণ ১৪৩২
বুধবার ৬ আগস্ট ২০২৫
টঙ্গীতে ১০ শিক্ষকের বিরুদ্ধে দায়ের করা মামলার সত্যতা পায়নি পিবিআই
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩, ৩:৪৬ PM
গাজীপুরের টঙ্গীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ১০জন শিক্ষকের বিরুদ্ধে গাজীপুর আদালতে দায়ের করা মামলার সত্যতা পায়নি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গাজীপুর। সম্প্রতি আদালতে জমা দেওয়া প্রতিবেদনে এমন তথ্য নিশ্চিত করা হয়।

পিবিআই প্রতিবেদনে জানানো হয়, গত ২৭ আগষ্ট শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুজ্জামান রানা বাদি হয়ে প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক মোছা. শাহিনা সরকার ও ৯জন সহকারী শিক্ষক এর বিরুদ্ধে গাজীপুর আদালতে একটি মামলা দায়ের করেন (মামলা নং ১০৭৫/২৩)। উক্ত মামলা আমলে নিয়ে আদালত গাজীপুর জেলা পিবিআইকে তদন্তের নির্দেশ দিলে, মামলা তদন্ত করেন পিবিআই এর পুলিশ পরিদর্শক দেলোয়ার হোসেন। এরপর দীর্ঘ দুই মাস তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করে পিবিআই। 

যাতে উল্লেখ করা হয়, নুরুজ্জামান রানার দায়ের করা মামলায় আনিত কোন অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। মামলা তদন্তকালে ১৬জন সাক্ষীর সাথে ঘটনাস্থলে ও বাদির উল্লেখিত স্থান পরিদর্শন করে পিবিআই। 

এর আগে শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম জিয়াউর রহমান মামুনের মৃত্যুর পর স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হন নুরুজ্জামান রানা। তার বিরুদ্ধে বিভিন্ন সময় ছাত্রীদের যৌন হয়রানিসহ নানারকম অনিয়মের অভিযোগ উঠে। একপর্যায়ে স্কুলের শিক্ষার্থীদের অভিভাবকরা লিখিত ভাবে স্থানীয় সাংসদ ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বরাবর অভিযোগ করেন। এসময় অভিভাবকরা তার চারিত্রিক ত্রুটিসহ নানাবিধ কুকর্মের অভিযোগ তুলে ধরেন। 

মামলায় অভিযুক্ত শিক্ষকদের দাবী, প্রতিমন্ত্রীর কাছে অভিভাবকরা অভিযোগ করার পর তা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত হয়। এতে রাগান্বিত হয়ে নুরুজ্জামান রানা আমাদের দশ শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেন যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

মামলা তদন্ত কর্মকর্তা পিবিআই এর পুলিশ পরিদর্শক দেলোয়ার হোসেন বলেন, মামলার বিশদ তদন্ত করে বিজ্ঞ আদালতে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত