বৃহস্পতিবার ৭ আগস্ট ২০২৫ ২৩ শ্রাবণ ১৪৩২
বৃহস্পতিবার ৭ আগস্ট ২০২৫
বাগেরহাট-৪ আসনে ৭ জনের মনোনয়ন বৈধ, স্বতন্ত্র প্রার্থীর বাতিল
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩, ৩:৪৮ PM
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৪(মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা মাস বাংলা গ্রুপের চেয়ারম্যান এম আর জামিল হোসাইনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বাতিল হয়েছে। এ ছাড়া এ আসনে আওয়ামী লীগের প্রার্থী এইচএম বদিউজ্জামান সোহাগসহ অপর ৭ জনের মনোনয়নপত্র বৈধ বলে জেলা রিটার্নিং কর্মকর্ত ও জেলা প্রশাসক মো. খালিদ হোসেন জানিয়েছেন।

মনোনয়নপত্র বৈধ প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এইচ এম বদিউজ্জামান সোহাগ, জাতীয় পার্টির সাজন কুমার মিস্ত্রি, জাকের পার্টির বাদল রেজা, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মুহাম্মদ লোকমান, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মুহাম্মদ বদরুজ্জামান, বাংলাদেশ ন্যাশনাল মুভমেন্ট (বিএনএম)-এর রেজাউল ইসলাম রাজু, তৃনমূল বিএনপির লুৎফর নাহার রিক্তা।

মনোনয়ন বাতিল হওয়ার বিষয়ে স্বতন্ত্র প্রার্থী এম আর জামিল হোসাইন বলেন, দাখিলকৃত মনোনয়ন ফরমে সামান্য ভুল হওয়ায় ফরম বাতিল হয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশনে আপিল করবো।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত