দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ২৬৭, ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনে রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ১৪ মনোনয়নপত্র জমা দিয়েছেন। যাচাই বাচাইয়ের পর ৭ জনের মনোনয়ন গ্রহণ করেন এবং বাকি ৭ জনের মনোনয়ন বাতিল করেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার। সোমবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ ঘোষণা দেন।
বৈধভাবে মনোনীত ৭ জন হল, আ.লীগ মনোনীত প্রার্থী আবুল বাশার, জাতীয় পার্টির মনোনীত লেঃ জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী রহিম উল্লাহ, বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট মনোনীত নিজাম উদ্দিন, জাকের পার্টি মনোনীত আবুল হোসেন, বাংলাদেশ সুপ্রিম পার্টির মনোনীত তবারক হোসেন ও ইসলামী ফ্রন্ট বাংলাদেশ মনোনীত মো. আবু নাসির।
মোট ভোটারের মধ্যে ১শতাংশ ভোটারের সমর্থনের বিষয়ে গরমিল থাকায় স্বতন্ত্র প্রার্থী আবুল কাশেম আজাদ, ইশতিয়াক আহমেদ সৈকত, আনোয়ারুল কবির (রিন্টু আনোয়ার), জেড এম কামরুল আনাম, পারভিন আক্তার এর মনোনয়ন পত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। হলফ নামায় স্বাক্ষর না থাকায় সাংস্কৃতিক মুক্তি জোটের প্রার্থী জোবায়ের ইবনে সুফিয়ান এর মনোনয়ন পত্র অবৈধ ঘোষণা করা হয়েছে এবং কর বকেয়া থাকায় কর অঞ্চলের আপত্তির প্রেক্ষিতে প্রগতিশীল গনতান্ত্রিক ফোরাম (পিডিএফ) এর প্রার্থী আজিম উদ্দিন আহমেদ এর মনোনয়ন পত্র অবৈধ বলে গণ্য হয় এবং বাতিল করা হয়।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থীরা মনোনয়নপত্র যাচাই বাছাই এর পর নির্বাচন কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৫ থেকে ৯ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।
বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। ফেনী-৩ (দাগনভূঁইয়া-সোনাগাজী) আসনে ১৪ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।