নীলফামারীর কিশোরগঞ্জে অতুল চন্দ রায় (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৪ নভেম্বর) সকালে বড় ভিটার দক্ষিণ মেলাবর মাষ্টার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত অতুল চন্দ্র একই গ্রামের নরেশ চন্দ্র রায়ের ছেলে ও রনচন্ডী স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
এলাকাবাসী জানায়, সকালে বড় ভাই মিলনের বাড়ির পাশের বাঁশঝাড়ে গলায় রশি দিয়ে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র মন্ডল বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর বিষয়টি জানা যাবে।