নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের যাচাই-বাছাইয়ের এমপি প্রার্থীদের বৈধ তালিকা প্রকাশ করা হয়েছে।
জেলা প্রশাসক নীলফামারী ও রিটার্নিং অফিসার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সোমবার (৪ ডিসেম্বর) ওই তালিকা প্রকাশ করেছেন।
বাংলা বর্ণমালার ক্রমানুসারে বৈধ প্রার্থীরা হচ্ছেন জাতীয় পার্টির আহসান আদেলুর রহমান (বাড়ী মাগুড়া, কিশোরগঞ্জ), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের এম সাজেদুল করিম (বাড়ী কামারপুকুর সৈয়দপুর), তৃণমুল বিএনপির ড. আব্দুল্লাহ আল নাসের (বঙ্গবন্ধু সড়ক, সৈয়দপুর), জাতীয় সমাজতান্দ্রিক দল-জাসদের মো. আজিজুল হক (বাড়ী নতুন বাবুপাড়া, সৈয়দপুর), ন্যাশনাল পিপলস্ পার্টির মো. আব্দুল হাই সরকার ( বাড়ী মসজিদ গলি রোড, মীরপুর, ঢাকা), বাংলাদেশ আওয়ামী লীগের মো. জাকির হোসেন বাবুল (মুশা, কিশোরগঞ্জ), স্বতন্ত্র প্রার্থী মো. মোখছেদুল মোমিন (বাঁশববাড়ি সৈয়দপুর) ও সাখাওয়াৎ হোসেন (রংপুর রোড, সৈয়দপুর)।
পঙ্কজ ঘোষ জেলা প্রশাসক নীলফামারী ও রিটার্নিং অফিসার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কর্তৃক স্বাক্ষরিত চিঠিতে এই তথ্য মিলেছে।