রাজনৈতিক কর্মসূচির নামে দেশে অরাজক পরিবেশ সৃষ্টির চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বুধবার (৬ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এ অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।
তথ্যমন্ত্রী বলেন, ঘরে বসে কিছু লোককে লেলিয়ে দিয়ে, নেশা করার টাকা দিয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করাবে, এসব রাজনীতি নয়। আর যারা কাউকে ঘুষি দিলেও বিবৃতি দিতো, তারা এখন মানুষকে পুড়িয়ে মারলেও বিবৃতি দিচ্ছেন না, তারা কোথায়?
এ সময় কিছু আন্তর্জাতিক বিবৃতিজীবি আছে উল্লেখ করে তিনি বলেন, গাজায় পাখি শিকারের মতো করে মানুষ শিকার করা হচ্ছে, এখানে তারেকের বেয়াইন আইরিন খানসহ বাকি বিবৃতি দেয়া লোকেরা কোথায়?
আরও পড়ুন: দগ্ধ মানুষের আর্তনাদ কি বিএনপি-জামায়াতের কানে পৌঁছায় না, প্রশ্ন তথ্যমন্ত্রীর
নির্বাচনকে সামনে রেখে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, দেশে যত রকম উত্তেজনা সৃষ্টি হয়েছে, নানান সময়ে তার উৎপত্তি ভুয়া অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে। পদ্মাসেতু নিয়েও গুজব ছড়ানো হয়েছিল, কিন্তু এখন বিএনপির সে সকল নেতা পদ্মাসেতু ব্যবহার করে ওপাশে গিয়ে জনসমাবেশ করেন।
২৮ অক্টোবরের হামলার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, এদের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হচ্ছে। চোরাগোপ্তা হামলা, পেট্রোল বোমা নিক্ষেপ, বাসে আগুন দেয়া এসবকে রাজনৈতিক কর্মসূচি বলা যায় না, এগুলো সন্ত্রাসী কর্মকাণ্ড।