রবিবার ১৩ জুলাই ২০২৫ ২৯ আষাঢ় ১৪৩২
রবিবার ১৩ জুলাই ২০২৫
নজরুল বিশ্ববিদ্যালয়ে কুয়াশা উৎসব
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩, ৬:০৮ PM
ময়মনসিংহের ত্রিশালে প্রতিষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুইদিনব্যাপী ‘কুয়াশা উৎসব’। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা কবি নজরুলের স্মৃতি বিজরিত ক্যাম্পাসে হেমন্তের বিদায় লগ্নে শীতের সৌন্দর্যকে তুলে ধরতেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের উদ্যোগে এমন বৈচিত্র্যধর্মী অনুষ্ঠানের আয়োজন। আর এই উৎসবকে কেন্দ্র করে ক্যাম্পাসে তৈরি হয় নবীন-প্রবীণদের মিলন মেলা।

এবার ‘হারাবার আগে পায়ে মাখো শিশির, কুয়াশার মাঠে বাড়ুক প্রাণের ভিড়’- স্লোগানে  রোব ও সোমবার (১০ ও ১১ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রাণের কুয়াশা উৎসব।

কুয়াশা উৎসব ঘিরে থাকবে নানা আয়োজন। যেখানে প্রদর্শিত হবে শীত মৌসুমে গ্রাম-বাংলার হারিয়ে যাওয়া সকল সংস্কৃতি। যেমন গ্রামীণ চালা ঘড়, গরু গাড়ি, বস্ত্রহীনদের খোলা আকাশের নিচে আগুন পোহানোর দৃশ্যসহ আরো নানা লোক ঐতিহ্য। প্রদর্শনে স্থান পাবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের হাতে আকা চিত্রকর্ম, উপস্থাপন হবে পাহাড়ি আদিবাসী নৃত্য।

আয়োজক কমিটির একাধিক সদস্য জানান, প্রায় মাস খানেক আগে থকেই ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে উৎসবের প্রচারণা  ঘুরে বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে, গান পরিবেশনার ও চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে করা হচ্ছে অর্থ সংগ্রহ করা হচ্ছে। 

আয়োজক কমিটির সদস্য আহসানুল্লাহ নিপুন জানান, কুয়াশা উৎসব মূলত শীতকেলে আয়োজন করা হয়। কিন্তু এবার বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি এবং নির্বাচনের কথা চিন্তা করে এবার উৎসবের তারিখ এগিয়ে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘কুয়াশা উৎসব’ এবারের মতে তৃতীয়বার অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ অনুষ্ঠানের ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশাবাদী আয়োজন কমিটি এবং দর্শনার্থীদের।

ইইই বিভাগের শান্তা রহমান বলেন,আমার বিশ্ববিদ্যালয় জীবনে এটাই প্রথম কুয়াশা উৎসব, এর আগে ফেসবুক ও অন্যান্য নিউজ মিডিয়ায় এই সম্পর্কে অল্প জানলেও নিজের চোখে দেখার সৌভাগ্য হয়নি। এবারই প্রথম সেই সুযোগটা পেতে যাচ্ছি৷ এজন্য অত্যন্ত আগ্রহের সাথে অপেক্ষায় আছি, এমন ভিন্নধর্মী আয়োজনের জন্য৷ আমি খুবই উচ্ছ্বসিত এবং আনন্দিত প্রথমবার কুয়াশা উৎসব দেখতে পাব বলে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত