শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শনিবার ১২ জুলাই ২০২৫
ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কোয়ার্টারে চুরি
ইবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩, ৬:১০ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রভোস্ট কোয়াটারের নিচ তলায় গ্রিল কেটে  চুরির ঘটনা ঘটেছে। আজ বুধবার (০৬ ডিসেম্বর) সকালে চুরির ঘটনাটি ঘটে বলে অনুমান করছে ভবনটির আবাসিক শিক্ষকেরা। বিষয়টি বেলা ১টার দিকে এই নজরে আসে কোয়াটারের আবাসিক শিক্ষকদের। এ নিয়ে নতুন নিরাপত্তা সংকটে আবাসিক শিক্ষকেরা। বিষয়টি তদন্ত করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

জানা যায়, প্রভোস্ট কোয়াটারের নিচ তলায়  (১বি) ফ্লাটটিতে এই ঘটনা ঘটেছে। এসময় সেখানে থাকা আটটি ফ্যান এবং সব কয়টি পানির ট্যাপ খুলে নিয়ে গিয়েছে চোর। দিনের বেলায় সেখানে কোন আনসার সদস্য থাকে না বলে জানা গেছে। 

আবাসিক শিক্ষক সহযোগী অধ্যাপক মাহবুবা সিদ্দিকা বলেন, 'দুপুরে নিচতলা থেকে অনবরত পানি পড়তে থাকলে বিষয়টি আমার নজরে আসে। এই নিয়ে নতুন করে নিরাপত্তার সংকট দেখা দিয়েছে। সম্পূর্ণ ভাড়া দিয়ে এখানে বসবাস করেও কেন এমন নিরাপত্তা সংকট থাকব? পূর্বেও চুরির ঘটনা ঘটেছে। কিন্তু তেমন কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি। আশা করছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি কঠোরভাবে দেখবেন।' 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের চিফ ইঞ্জিনিয়ার শরিফ উদ্দিন বলেন, 'ঘটনাটি প্রকৌশল অফিস জানতে পেরে সাথে সাথে আমরা সেখানে অফিসের লোকজন পাঠিয়েছিলাম। অনবরত পড়তে থাকা পানি তারা বন্ধ করার ব্যবস্থা করেছে। বিস্তারিত আর কিছু জানিনা। '

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, 'বিষয়টি শুনতে পেরেছি। প্রভোস্ট কোয়াটারে নিরাপত্তা জোরদার করা হবে। পাশাপাশি চোর সনাক্ত করার জন্য তদন্ত করা হবে।'
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত