বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ ২৬ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
লক্ষ্মীপুরে প্রবাসীর পরিবারের ওপর হামলা করে উল্টো থানায় মামলা
লক্ষীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩, ৮:০৫ PM
লক্ষ্মীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা চালিয়ে প্রবাসী রিয়াজ হোসেন ও তার মা জেসমিন বেগমসহ (৫১) তিন জনকে পিটিয়ে-কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। ঘটনাটি নিয়ে মামলা কিংবা কোন অভিযোগ নিচ্ছে না পুলিশ। উল্টো ভুক্তভোগীদের বিরুদ্ধে থানায় মামলা করেছে হামলাকারীরা। 

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় ভূক্তভোগী মালয়েশিয়া প্রবাসী রিয়াজ হোসেন সাংবাদিকদের বিষয়টি জানায়। 

এদিকে হামলাকারী মাহাবুব হাছান রিপনদের পক্ষে বুধবার (৬ ডিসেম্বর) রাতে থানা পুলিশ মামলা নেওয়ায় আতঙ্ক রয়েছে ভূক্তভোগী পরিবার। রিপন রাজধানীর রমনা থানা কৃষকলীগের সভাপতি।

এর আগে বুধবার সকালে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের পূর্ব গোপীনাথপুর গ্রামের জুনুত গাজী বাড়িতে হামলার ঘটনা ঘটে। 

আহত জেসমিন বেগম জুনুত গাজী বাড়ির মৃত মফিজ গাজির স্ত্রী। রিয়াজ তাদের বড় ছেলে। অপর আহত রিয়াজের দাদি নুরনাহার বেগম (৮৫)। 

ভূক্তিভোগী পরিবার সূত্র জানায়, বাড়ির সামনেই পূর্ব গোপীনাথপুর জামে মসজিদ রয়েছে। অভিযুক্ত রিপন ওই মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারী। বুধবার সকালে মসজিদের টয়লেটের ট্যাংকি পরিস্কার করে ময়লাগুলো প্রবাসী রিয়াজদের ঘরের পাশে উম্মুক্ত স্থানে ফেলা হয়। এতে দুর্গন্ধ ছড়িয়ে পড়বে বলে রিয়াজ একটি গর্ত করে ময়লা মাটিচাপা দিতে বলে রিপনকে। 

এনিয়ে রিপন তার ওপর ক্ষিপ্ত হয়ে উঠে। একপর্যায়ে দুইজনের মধ্যে কথাকাটাকাটি হয়। সবার উপস্থিতিতে ঘটনাটি সমাধান হলেও পরে রিপন ও তার ভাই রাজু আহম্মেদসহ একদল লোক ধারালো অস্ত্র নিয়ে রিয়াজের পরিবারের ওপর হামলা করে। একপর্যায়ে ধারালো দায়ের কোপে রিয়াজের মা জেসমিনের মাথায় রক্তাক্ত জখম হয়। এসময় রিয়াজ ও তার দাদিকে পিটিয়ে আহত করে হামলাকারীরা। পরে আহত জেসমিনসহ অন্যদের সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে। 

আহত রিয়াজ হোসেন বলেন, আমরা থানায় মামলা নিতে গেলে পুলিশ নেয়নি। কিন্তু থানা পুলিশ আমাদের বিরুদ্ধে মামলা নিয়েছে। এখন আমাদের ওপর ফের হামলার ভয় রয়েছে। আমরা এখন বাড়ি ছাড়া। 

কৃষকলীগ নেতা মাহবুব হাছান রিপন বলেন, রিয়াজ আমাদের কাজে বাধা দিয়ে হামলা চালিয়েছে। এ ঘটনায় আমার ভাই রাজু বাদী হয়ে তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। আমাদের বিরুদ্ধে রিয়াজদের অভিযোগ সত্য নয়। 

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, রিপনের ভাই একটি মামলা দায়ের করেছেন। অপরপক্ষও মামলা করতে এসেছেন। কিন্তু তাদের অভিযোগপত্রে ভুল তথ্য উপস্থাপন করা হয়েছিল। এতে তাদেরকে অভিযোগপত্র সংশোধন করে আসতে বলা হয়েছে।

জানতে চাইলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. হাসান মোস্তফা স্বপন বলেন, যেহেতু একপক্ষের মামলা নেওয়া হয়েছে, তদন্ত করে প্রয়োজনে অপরপক্ষের মামলাও নেওয়া যেত। সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কথা বলে বিস্তারিত জেনে ব্যবস্থা নেওয়া হবে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত