স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী (গ্রেড-২) নূর হোসেন হাওলাদার সিরাজগঞ্জ অফিস পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে তিনি এলজিইডি'র সিরাজগঞ্জ জেলা কার্যালয়ে আসেন।অতিরিক্ত প্রধান প্রকৌশলীকে অফিসের কর্মকর্তা-কর্মচারীরা ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো: সফিকুল ইসলাম,উপ-সহকারী প্রকৌশলী মোঃ আতাউর রহমান,সহকারী প্রকৌশলী (ই-জিপি) ইফতেখার সারোয়ার ধ্রুব,সিনিয়র সহকারী প্রকৌশলী মোঃ আহারাম আলী,সহকারী প্রকৌশলী সৌরভ কুমার সাহা, সদর উপজেলা প্রকৌশলী আবুল কালাম আজাদ মোল্লা সহ অনেকে উপস্থিত ছিলেন।
এলজিইডির নব নিমিত ভবন পরিদর্শন করে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং বিভিন্ন দিকনির্দেশনা দেন।