রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
গোমস্তাপুরে বেগম রোকেয়া দিবস পালিত
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩, ১:১০ PM
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন  প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর - ১০ ডিসেম্বর) ২০২৩  উদযাপন করা হয়েছে ।  শনিবার (৯ ডিসেম্বর) সকালে  এ উপলক্ষে এক শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত  হয়।  

উপজেলা পরিষদ চত্বর থেকে  শোভাযাত্রাটি বের হয়ে রহনপুর পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যার সভাপতিত্বে এ  আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস, উপজেলা  মহিলা  বিষয়ক  কর্মকর্তা পংকজ কুমার দাস, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমদ,  জয়িতা  মোসাঃ মাসিয়া খাতুন , সুরমা বেগম প্রমুখ। 

অনুষ্ঠানে নারী জাগরণে অবদানের জন্য ৫ জন জয়িতাকে পুরুস্কৃত করা হয়। ডাসকো ফাউন্ডেশন, টেকসই প্রকল্প এ অনুষ্ঠান সমন্বয় করে।  সঞ্চালনায় ছিলেন  সাংবাদিক  সারওয়ার জাহান সুমন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত