উপজেলা পরিষদ চেয়ারম্যান ফুটবল টুর্ণামেণ্ট এর দ্বিতীয় সেমিফাইনাল খেলায় গাইবান্ধা ৫-০ গোলে নওগাঁ’কে পরাজিত করে ফাইনাল খেলা নিশ্চিত করলো গাইবান্ধা নারী দল।
রবিবার (১০ ডিসেম্বর) নীলফামারী জেলার ডোমার ফুটবল একাডেমি’র আয়োজনে ও ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদের সার্বিক পৃষ্ঠপোষকতায় বিকাল ৩টায় ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা চেয়ারম্যান গোল্ডকাপ নারী ফুটবল টুর্ণামেন্ট এর দ্বিতীয় সেমিফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।
সেমিফাইনাল খেলায় অংশগ্রহন করেন গাইবান্ধা জেলা নারী ফুটবল দল বনাম নওগাঁ নারী ফুটবল দল।
খেলার শুরু থেকেই মাঠে দুই দলের লড়াইয়ে প্রতিপক্ষের গোলবারে একটি গোল করেন গাইবান্ধা নারী দলের ৮নং জার্সি পরিহিতা খেলোয়ার ইলা। খেলার প্রথমার্ধে গাইবান্ধা ১-০ গোলে নওগাঁ বিরতিতে যায় দুই দল।
বিরতির পর খেলা শুরুতে দ্বিতীয় গোল করেন ৭নং জার্সি পরিহিতা গাইবান্ধা দলের ক্যাপ্টেন হাবিবা। হাবিবা ইলা’দের দুর্দান্ত খেলায় বিপর্যয় নেমে আসে নওগাঁ নারী দলের। বল সর্বদা নওগাঁ দলের গোলবারের দিকে ছুটতে থাকে। এরই মধ্যে তৃতীয় গোল করেন ৯নং জার্সি পরিহিতা পরী।চতুর্থ গোলটি ১০নং জার্সি পরিহিতা আলেফা ও পঞ্চম গোলটি আবারো ক্যাপ্টেন হাবীবার সুটে নওগাঁ দলের গোলবারে ঢুকে যায়। এতে খেলা শেষ পর্যন্ত গাইবান্ধা-৫ ও নওগাঁকে -০ গোলে বিদায় জানায় গাইবান্ধা নারী দল।
উপজেলা চেয়ারম্যান গোল্ডকাপ নারী ফুটবল টুর্ণামেন্টে সেমিফাইনালে বিজয়ী গাইবান্ধা ও রংপুর নারী দল ফাইনাল খেলবে।