বুধবার ১৬ জুলাই ২০২৫ ১ শ্রাবণ ১৪৩২
বুধবার ১৬ জুলাই ২০২৫
কেশবপুরে বিশ্ব মানবাধিকার দিবস পালিত
কেশবপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩, ৭:০৩ PM
যশোরের কেশবপুরে নানা কর্মসূচীর  মধ্য দিয়ে বিশ্ব মানবাধিকার দিবস-২০২৩ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে এ বছর “সবার জন্য স্বাধীনতা, সমতা এবং ন্যায়বিচার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কেশবপুর  ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার  আয়োজনে রবিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা ও প্রতিবন্ধী, অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

সংস্থার সভাপতি শামীম আখতার মুকুলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, কেশবপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেশবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) দেবাশীষ রায়, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী অধ্যাপক মছিহুর রহমান, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া ইকবাল, ওয়াড এর নির্বাহী পরিচালক সৈয়দ আকমাল আলী, এশিয়ান টিভি ও দৈনিক রানার এর উপজেলা প্রতিনিধি ওয়াজেদ খান ডবলু। 

অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার সিনিয়র সহ-সভাপতি মঞ্জরুল হোসেন ডাবলু, সাধারণ সম্পাদক সুষ্ময় হাওলাদার বিকাশ প্রমূখ।  অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার যুগ্ন-সাধারণ সম্পাদক এনামুল হাসান নাঈম। 

অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক প্রতিবন্ধী, দুস্থ্য-অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করার পাশাপাশি প্রত্যেককে ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়। অনুষ্ঠান শুরুর আগে  উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করে শহরের প্রধান প্রধান  সড়ক  প্রদক্ষিণ করা হয়। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত