চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২৩ পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়।
এ উপলক্ষে রোববার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের হলরুমে এক আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য দেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।
এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কৃষিবিদ আহমেদ মাহবুব-উল-ইসলাম।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরুজ্জামান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদ, ভোলাহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান রাব্বুল হোসেন, ডিএনসি’র উপপরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খাঁন, জেলা শিক্ষা অফিসার মোহা. আবদুর রশিদ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. শফিকুল আলম, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক কৃষিবিদ মো. মাহমুদার রহমান, চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শহীদুল হুদা অলকসহ অন্যরা।