মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫ ৩১ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫
লোহাগড়ায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেফতার
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩, ৭:৪৭ PM
নড়াইলের লোয়াগড়ায় সাজাপ্রাপ্ত দুজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকাল  ১০টায় এসআই রবিউল ইসলাম, এএসআই সাকের আলী সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে সকালে তাদের নিজ নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করে।

আসামিরা হলো এনআই এ্যাক্টের মামলায় ০৮ (আট) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৬,০০,০০০/- (ছয় লক্ষ) টাকা জরিমানাপ্রাপ্ত আসামি মোঃ রিশাদ মোল্লা এবং এনআই এ্যাক্টের অপর এক মামলায় ০২(দুই) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২,০০,০০০/-(দুই লক্ষ) টাকা জরিমানা প্রাপ্ত আসামি মোছাঃ রাজিয়া বেগমকে গ্রেফতার করেছে নড়াইল জেলার লোহাগড়া থানা পুলিশ। 

আসামি মোঃ রিশাদ মোল্লা নড়াইল জেলার লোহাগড়া থানার শালনগর ইউনিয়নের শেখপাড়া বাতাসী গ্রামের মোঃ শুকুর মোল্লার ছেলে। গ্রেফতারকৃত অপর আসামি মোছাঃ রাজিয়া বেগম লোহাগড়া থানার শালনগর ইউনিয়নের পারশালনগর গ্রামের আইয়ুব মোল্লার স্ত্রী। 

আব্দুল আল মামুন জানান, আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত