শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শনিবার ১২ জুলাই ২০২৫
লক্ষ্মীপুরে বাংলাদেশ বুলেটিন পত্রিকার ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩, ১:৩৮ PM
লক্ষ্মীপুরে দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রোববার রাতে লক্ষ্মীপুর প্রেসক্লাবের হলরুমে এক জনাকীর্ণ আয়োজনের মধ্যে দিয়ে আলোচনা সভা ও কেক কাটা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলাল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা নুরুজ্জামান মাষ্টার, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ভোরের কাগজের প্রতিনিধি কামাল হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও দেশ টিভি এবং যায়যায়দিন প্রতিনিধি সাইফুল ইসলাম স্বপন প্রমুখ। 

লক্ষ্মীপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের আহ্বায়ক ও সময় টিভির রিপোর্টার মাজহারুল আনোয়ার টিপুর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহসভাপতি ও ইটিভি প্রতিনিধি জান্নাতুল ফেরদৌস নয়ন, সাবেক সাধারণ সম্পাদক ও ইত্তেফাক প্রতিনিধি আবদুল মালেক, কোষাধ্যক্ষ ফিরোজ উদ্দিন হাওলাদার, প্রথম আলো প্রতিনিধি এবিএম রিপন, কালবেলার প্রতিনিধি মীর ফরহাদ হোসেন সুমন, কালেরকন্ঠ প্রতিনিধি কাজল কায়েস, জিটিভি প্রতিনিধি এবিএম নিজাম উদ্দিন, বিটিভির প্রতিনিধি জহির উদ্দিন, যমুনা টিভির প্রতিনিধি আনিস কবির, মাইটিভি প্রতিনিধি শফিউল আলম জুয়েল, আল চিশত পত্রিকার নির্বাহী সম্পাদক আবু জাকের রাবেত, রামগঞ্জ দর্পনের নির্বাহী সম্পাদক আফরোজা আক্তার রাঙ্গা, বর্তমান লক্ষ্মীপুর পত্রিকার সম্পাদক আক্তার আলম, ভোরের পাতার প্রতিনিধি মিজানুর রহমান, আমাদের অর্থনীতি প্রতিনিধি জহিরুল ইসলাম শিবলু, আজকালের খবর প্রতিনিধি রবিউল ইসলাম খান, বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি মো. নিজাম উদ্দিন, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) প্রতিনিধি মামুনুর রশিদ, বণিক বার্তার প্রতিনিধি রাকিব হোসেন রনি, বাংলাটিভির প্রতিনিধি জামাল উদ্দিন রাফি, ঢাকা পোস্ট ও প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি হাসান মাহমুদ শাকিল, জাগরণ প্রতিনিধি জামাল উদ্দিন বাবলু, আলোকিত প্রতিদিন প্রতিনিধি বেলাল উদ্দিন, বিবার্তা প্রতিনিধি সুমন দাস, সংবাদ প্রতিদিনের প্রতিনিধি আরিফ হোসেন, ডেসটিনি প্রতিনিধি নজির আহমদ প্রমুখ। 

বক্তারা বলেন, বাংলাদেশ বুলেটিন গণমানুষের দৈনিক। এটি গণমানুষের কথা বলে। বাংলাদেশ বুলেটিন ৬ বছর পার করে ৭ বছরে পর্দাপন করেছে। পত্রিকার পাতায় বস্তুনিষ্ঠ সংবাদ উঠে আসবে। সমাজের বঞ্চিতদের কথা তুলে ধরতে এবং দেশের উন্নয়ন চিত্র তিলে ধরতে পত্রিকাটি যথেষ্ট ভূমিকা পালন করবে। বক্তারা পত্রিকার উত্তরোত্তর সম্মৃদ্ধি কামনা করেন। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত