ধামরাই উপজেলার নতুন আগত উপজেলা নিবার্হী অফিসার তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের সাথে উপজেলার সকল স্তরের ব্যক্তিবর্গের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ধামরাই উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, ধামরাই উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুচি রানী সাহা, ধামরাই উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এডভোকেট সোহানা জেসমিন মুক্তা, ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুর রিফফাত আরা, উপজেলা সমাজসেবা অফিসার এস এম হাসান।
সভায় নবনিযুক্ত ইউএনও তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বলেন, আমরা জনগণের সেবক, সেবা গ্রহীতাকে আমরা সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে সেবা দিবো। আমরা যদি সেবা নাও দিতে পারি তথাপি তাকে সম্মানের সহিত তার সেবা না পাওয়ার কারণ উত্থাপন করবো, আমরা তাদের ভালো আচরণ সরবরাহ করবো।