বরিশালের গৌরনদীতে অধিক মূল্যে পেঁয়াজ বিক্রি ও মূল্য তালিকা না থাকার অপরাধে আট ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিকদের ২৭ হাজার টাকা অর্থদন্ড করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ ব্যবসায়ী বন্দর টরকীতে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান চালায়। এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক অপূর্ব অধিকারী, সহকারী পরিচালক সুমি রানী মিত্র, স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক শংকর কুমার দাস উপস্থিত ছিলেন।