শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
লক্ষ্মীপুরে পৃথক অভিযানে এক লাখ ১২ হাজার টাকা জরিমানা
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩, ৬:১২ PM
লক্ষ্মীপুরে পৃথক অভিযান চালিয়ে ৩টি প্রতিষ্ঠানকে এক লাখ ১২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে অস্বাস্থ্য পরিবেশে খাবার তৈরি করায় দুটি বেকারিকে ১ লাখ ৫ হাজার টাকা ও পেঁয়াজের দাম বাড়তি রাখায় এক মুদি দেকানীকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে জেলা শহরের বিসিক ও রায়পুর উপজেলা শহরে পৃথক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অর্থদণ্ড দেওয়া হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত রাখা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। 

দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হল লক্ষ্মীপুর বিসিক নগরীতে থাকা মধুবন বেকারী, মিতালী বেকারী ও রায়পুরের একটি মুদি দোকান।

লক্ষ্মীপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রেভিনিউ ডেপুটি কালেক্টরেট ক্যাথোয়াইপ্রূ মারমা। এসময় র‌্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের স্কোয়াড কমান্ডার গোলাম মোর্শেদ ও জেলা কৃষি বিপনন কর্মকর্তা মনির হোসেন উপস্থিত ছিলেন। 

এদিকে রায়পুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনিরা খাতুন। এসময় জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক (অতিঃদাঃ) নুর হোসেন উপস্থিত ছিলেন। 

জেলা কৃষি বিপপন কর্মকর্তা মনির হোসেন বলেন, মধুবন ও মিতালী বেকারী অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করে আসছে। অভিযানে সত্যতা পাওয়া যায়। এতে মধুবন বেকারীকে ১ লাখ ও মিতালী বেকারীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক (অতিঃদাঃ) নুর হোসেন বলেন, পেঁয়াজের দাম বাড়তি রাখা ও মূল্য তালিকা প্রদর্শন করতে না পারায় রায়পুরে একটি মুদি দোকানিকে জরিমানা করা হয়েছে। অভিযান দেখে দোকানিদের ১২০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করতে দেখা যায়।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত