নড়াইলের কালিয়ায় ৬৫পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ টিপু বিশ্বাস (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শুক্রবার (১৫ ডিসেম্বর) ভোর ৫টার দিকে তাকে গ্রেফতার করা হয়। সে কালিয়া থানার পেড়লী ইউনিয়নের কদমতলা বিশ্বাসপাড়া গ্রামের মৃত রুহুল বিশ্বাসের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ ফারুক হোসেন, এএসআই মোঃ আনিসুজ্জামান,এএসআই মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়নের কদমতলা বিশ্বাসপাড়া গ্রামস্থ আসামির বসতবাড়ির পূর্ব রাস্তার উপর থেকে টিপু বিশ্বাসকে গ্রেফতার করে। এ সময় আসামির নিকট থেকে ৬৫পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ছাব্বিরুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন,কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।