শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
নেত্রকোনা-৫ আসনের এমপি প্রার্থীদের ব্যাপক প্রচার-প্রচারণা
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩, ২:১৫ PM
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি মাত্র ১৭ দিন। নির্বাচনী প্রচার চালানো যাবে ১৫ দিন। তাই আর এক মিনিটও সময় নষ্ট করতে চান না প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকরা। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে বিরামহীন প্রচার। মিছিল, মিটিং, পোস্টারিং ও মাইকিংসহ বিভিন্নভাবে চলছে ভোট প্রার্থনা।

বিশেষ করে আ.লীগের প্রার্থীর পোস্টারে ছেয়ে গেছে পুরো নির্বাচনী এলাকা।দলীয় প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীও এবার নির্বাচনের মাঠে সক্রিয়। সবকিছু মিলিয়ে ভোটের প্রচার চাঙ্গা। আ.লীগ, জাতীয় পার্টি ও তৃণমূল বিএনপির প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকরা বিভিন্ন এলাকার, বাজার ও দোকানপাট এবং বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করছেন। জনে জনে হাত মিলিয়ে দোয়া ও ভোট প্রার্থনা করছেন। প্রার্থীরা যার যার প্রতীক নিয়ে পুরোদমে মাঠে নেমে পড়েছেন তারা। নির্বাচনী প্রচারে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ভোটারদের নিকট নিজ মার্কায় ভোট চাচ্ছেন।এ সময় কর্মী-সমর্থকরা স্লোগান দিয়ে এলাকাবাসীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন।আগামী ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্তচলবেভোটের প্রচার-প্রচারণা।নির্বাচনী বৈতরণী পার হতে শুরু থেকেই এমপিপ্রার্থী ও তাদের কর্মী-সমর্থকরা জোর তৎপতা চালাচ্ছেন। 

গত সোমবার প্রতীক বরাদ্দের পর নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনেরচূড়ান্ত এমপি প্রার্থীরা প্রচার-প্রচারণা শুরু হয়েছে।প্রতীক পাওয়ার সঙ্গে সঙ্গে সরাসরি ভোটের মাঠে নেমে পড়েন তারা। আ.লীগ বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে শোডাউন করে পাড়া-মহল্লায় গণসংযোগ শুরু করেন। এর ফলে সরগরম হয়ে ওঠে উপজেলার প্রতিটি এলাকা।ভোটের মাঠে এবার দলীয় নৌকা, লাঙ্গল, সোনালী আঁশপ্রতীকের বাইরে স্বতন্ত্র প্রার্থীর ঈগলমার্কায় নির্বাচন করছেন।বেশির ভাগ এলাকাতেই ছিল আনন্দমুখর পরিবেশ। তবে বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ অন্যান্য দলগুলো নির্বাচন বর্জন করে আন্দোলনে রয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ আ.লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন(নৌকা), উপজেলা জাতীয় পার্টির ওয়াহিদুজ্জামান তালুকদার আজাদ (লাঙ্গল), তৃণমূল বিএনপির আব্দুল ওয়াহাব হামিদী (সোনালী আঁশ) ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ড. আনোয়ার হোসেন (ঈগল) প্রতীকে নির্বাচনে এমপি পদে লড়ছেন।





« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত