বুধবার ১১ ডিসেম্বর ২০২৪ ২৭ অগ্রহায়ণ ১৪৩১
বুধবার ১১ ডিসেম্বর ২০২৪
শাকিব খানের কাজ আমাকে মুগ্ধ করে: পূজা চেরি
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩, ৬:৫৯ PM আপডেট: ২১.১২.২০২৩ ৮:১৩ PM
অভিনয়জীবনের পা দেওয়ার পর পর পর তিন সিনেমা পোড়ামন ২, দহন ও নূরজাহান দিয়ে লাইমলাইটে আসেন চিত্রনায়িকা পূজা চেরি।  বর্তমানে ঢালিউডের সম্ভাবনাময় নায়িকাদের একজন পূজা। এ বছরও তার একটি ছবি মুক্তি পেয়েছে। দুটি ছবি মুক্তির অপেক্ষায়। 

বর্তমানে চলচ্চিত্র জগতের নানা বিষয় নিয়ে খোলামেলা কথা বলেছেন পূজা চেরি।  তার কাছে জানতে চাওয়া হয়, এখন যারা কাজ করছেন, তাদের মধ্যে আপনার কাছে কাদের কাজ ভালো লাগে?






















জবাবে পূজা চেরি বলেন, কমবেশি সবার কাজই ভালো। আমি আজ পর্যন্ত যাদের কাজ দেখেছি, সবাই আমাকে মুগ্ধ করেছেন। এর মধ্যে সিয়ামের কথা বলব, আমার প্রথম দিককার ছবির নায়ক। যদি শাকিব খানের কথা বলি, তা–ও বলতে পারি।  

























শাকিব খান তো আর নতুন নন? এ বিষয়ে পূজা চেরি বলেন, নতুন না হলেও তিনি প্রতিনিয়ত নিজেকে নতুনভাবে উপস্থাপন করছেন। রীতিমতো একের পর এক চমক দিচ্ছেন। এমন একটা হাইপ তিনি তৈরি করেছেন, এই ধাক্কায় আরও ১০–২০ বছর এভাবেই থাকবেন মনে হয়। আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। সিয়ামও ভালো করছে। এর বাইরে আদর আজাদ, শরিফুল রাজ খুব ভালো কাজ করছেন। এখনকার অন্য নায়কেরাও কমবেশি ভালো করছেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত