বুধবার ১১ ডিসেম্বর ২০২৪ ২৭ অগ্রহায়ণ ১৪৩১
বুধবার ১১ ডিসেম্বর ২০২৪
বরিশালে ডিগবাজি দিয়ে ফের ভাইরাল জায়েদ খান
বরিশাল ব্যুরো
প্রকাশ: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩, ৫:৪৮ PM
ঢাকাই সিনেমার চিত্রনায়ক নায়ক জায়েদ খান বরিশালে ডিগবাজী দিয়ে ফের ভাইরাল হয়েছে। শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে নগরীর অশ্বিনী কুমার হলে ‘তোমার চোখে বাংলাদেশ’ এ অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

পুরষ্কার বিতরণীর ফাঁকে তিনি নিজ কণ্ঠে গান গেয়ে নায়িকাদের নিয়ে নেচে আনন্দ করেন। তখন উপস্থিত ভক্তদের অনুরোধে প্রথমে তিনি একবার ডিগাবাজি দেন।

এ সময় ভক্তদের উল্লাস আর অনুরোধে ফের আরও একবার ডিগবাজি দেন জায়েদ খান। এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এ সময় উপস্থিত ছিলেন, চলচ্চিত্র এবং নাট্যপরিচালক আবু রায়হান জুয়েল, চিত্রনায়িকা আনিকা কবির শখ, মৌসুমী হামিদ ও আঁচল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফরচুন গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমান।

বরিশালে জায়েদ খানের আগমণের খবরে তার ভক্তদের মধ্যে উন্মাদনা দেখা যায়। তারা জায়েদ খানের অনুষ্ঠান শুরুর আগে থেকেই অশ্বিনী কুমার হলের সামনে ভিড় করতে থাকে। জায়েদ খান অনুষ্ঠানস্থলে আসলে ভক্তরা উল্লাসে ফেটে পরেন। তখন শিল্পীদের নাচ-গানের পর পুরষ্কার বিতরণ করেন। তারপরই ভক্তরা অনুরোধ জানালে প্রথমে একবার সাইড ডিগবাজী দেন জায়েদ খান। এসময় ভক্তরা উল্লাসে ফেটে পরে। তখন তাদের অনুরোধে ফের ডিগবাজী দেন জায়েদ।









জায়েদ খান বলেন, আমি দ্বিতীয়বারের মতো বরিশালে আসছি। ‘তোমার চোখে বাংলাদেশ’ ফটোগ্রাফি প্রতিযোগিতা প্রতিযোগিতা বরিশাল ও খুলনা বিভাগের বিজয়ীদের আইফোন ১৪ পুরষ্কার দিতে এসেছি। পিরোজপুর আমার বাড়ি, বরিশাল আমার নিজের অঞ্চল। এ অঞ্চলের বাসিন্দাদের অফুরন্ত ভালোবাসা পেয়েছি। সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করে পুরষ্কার বিতরণ করেছি, খুবই ভালো লেগেছে। তাই বরিশালবাসীর কাছে চিরকৃতজ্ঞ।

রূপের রহস্য কি এমন প্রশ্নের উত্তরে জায়েদ বলেন, ঠিকমত খাওয়া দাওয়া প্রেম আর মানুষের ভালোবাসা জায়েদ খানের রূপের রহস্য। যারা তাকে নিয়ে ট্রল করে তাদের ধন্যবাদ জানান জায়েদ। এসময় বরিশালের মেয়েরা অনেক সুন্দরী বলে মন্তব্য করেন জায়েদ খান। সিনেমা সোনার চর ও বাহাদুরী জাতীয় সংসদ নির্বাচনের পর মুক্তি পাবে বলে জানান এ নায়ক।

অভিনয়ে ততটা নিয়মিত না হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব জায়েদ খান। তিনি সব শেষ অনুষ্ঠিত চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে লড়াইকালে তিনি আলোচনায় ছিলেন। এছাড়া বিভিন্ন আলোচিত ইস্যুতে নিজের মতামত প্রকাশ বা ব্যক্তিগত জীবনের বিভিন্ন তথ্য দিয়ে সোশ্যাল মিডিয়ায় মতামত প্রকাশ করে থাকেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত