তৃনমুল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আওতায় খাগড়াছড়ির মাটিরাঙ্গায় এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ অডিটোরিয়াম মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। জাতীয় মহিলা সংস্থার আওতাধীন তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প এ কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম।
জাতীয় মহিলা সংস্থা মাটিরাঙ্গা উপজেলার চেয়ারম্যান নুসরাত জাহান সুচী'র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর,খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য শাহিনা আক্তার, শতরুপা চাকমা, খাগড়াছড়ি জেলা যুব মহিলা লীগের সভাপতি বিউটি ত্রিপুরা।
জাকিয়া আহমেদ রুবি'র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের কর্মকর্তা আশা ত্রিপুরা।
এসময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নের জন্য যা কিছু করার প্রয়োজন, সবই করে যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে নারীদেরকেও শিক্ষা, দীক্ষাসহ সকল কাজে স্মার্ট হতে হবে। পাহাড়ের নারীদের সংগ্রামী উল্লেখ করে বক্তারা বলেন, নারীদের অর্থনৈতিক মুক্তি এখন সময়ের ব্যাপার মাত্র।