পটুয়াখালীতে ঘরচাপা পড়ে আবদুল করিম মৃধা নামের ৬০ বছর বয়সি এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বাউফল উপজেলা পরিষদ গেটের সামনে এ ঘটনা ঘটে। মৃত করিম মৃধা উপজেলার নাজিরপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে স্থানীয়দের বরাদ দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন।
স্থানীয়দের ধারনা, ঘূর্ণিঝড় রিমাল এর প্রভাবে গতকাল রাতভর থেকে প্রচন্ড ঝড়ো বাতাস ও বৃষ্টিপাত হচ্ছিলো। এর মধ্যে যেকোন সময় আশ্রয় নিতে নিহত করিম মৃধা উপজেলা পরিষদ গেট সংলগ্ন একটি টিনসেট ঘরের নীচে আশ্রয় নেয়। রাতে ঝড়ের সময় সেই ঘরটি ভেঙে পড়লে করিম মৃধা সেই ঘড়ের নীচে চাপা পড়েন~এমনটাই ধারনা করেছেন স্থানীয়রা।
সোমবার বেলা ১১টার দিকে স্থানীয়রা ওই অবস্থা দেখতে পেয়ে খবর দিলে উপজেলা ফায়ারসার্ভিস কর্মীরা করিম মৃধাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহি অফিসার মোঃ বশির গাজী জানান, মৃতের পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে। তারা আসলে তাদের সাথে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন জানান, লাশ উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। লাশের পরিচয় পাওয়া গেছে। আনুষ্ঠানিকতা শেষ করে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।
প্রসঙ্গত, ঘূর্নিঝড় রিমালের তান্ডবে এ নিয়ে মোট ৩জনের প্রাণহানির ঘটনা ঘটল। এছাড়া ঘুর্নিঝড়ে ২৩৫ টি সম্পূর্ন ও ১৮৩৫টি আংশিক ঘর বিধ্বস্ত ( ক্ষতিগ্রস্থ ) হয়েছে বলে এখন পর্যন্ত নিশ্চিত করেছেন জেলা ত্রান ও পূনর্বাসন কর্মকর্তা সুমন চন্দ্র দেবনাথ।