<
সোমবার ১৬ সেপ্টেম্বর ২০২৪ ১ আশ্বিন ১৪৩১
সোমবার ১৬ সেপ্টেম্বর ২০২৪
রনি হত্যা মামলায় সন্ত্রাসী ‘বস মিজান’ অস্ত্রসহ গ্রেপ্তার
খুলনা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩১ মে, ২০২৪, ৮:২৬ PM
খুলনা নগরীর মাদক বিক্রেতা রনি সরদার হত্যা মামলার অন্যতম প্রধান আসামি সন্ত্রাসী মো. মিজান হাওলাদার ওরফে বস মিজানকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার মধ্যরাতে তাকে পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানা পুলিশের সহায়তায় তার শ্বশুর বাড়ি থেকে গ্রেপ্তার করে খুলনা থানা পুলিশ।

খুলনা থানা পুলিশ জানায়, বস মিজান প্রাথমিক জিজ্ঞাসাবাদে রনি হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করে এবং অন্যান্য সহযোগী আসামিদের নাম-ঠিকানা প্রকাশ করে। তার স্বীকারোক্তি অনুযায়ী তার বাসা থেকে একটি ওয়ান শুটার গান এবং ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে পৃথক মামলা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, চাঁদাবাজি এবং মারামারির ১১ টি মামলা রয়েছে।

গত ২৮ মে সন্ধ্যায় নগরীর দক্ষিণ টুটপাড়া জনকল্যাণ স্কুলের পাশে ৭/৮ জনের একদল সন্ত্রাসী রনি সরদারকে গুলি করে হত্যা করে। রাতে নগরীর বিভিন্ন স্থান থেকে হত্যায় ব্যবহৃত অস্ত্রসহ ৩ জনকে আটক করেছিল পুলিশ। এ ঘটনায় নিহতের মা মমতাজ বেগম বাদি হয়ে ২৯ মে খুলনা সদর থানায় মামলা করেন। মামলার এজাহারে ১৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয় আরও ৫/৬ জনকে আসামি করা হয়।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত