উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলাতেও। বুধবার (৫ জুন) এই উপজেলার পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে গিয়ে দেখা গেল মানুষের জটলা।
জটলার মাঝখানে পাশের উপজেলা সাতকানিয়ার সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. সেলিম উদ্দিন। অথচ নির্বাচনের নিয়ম অনুযায়ী তিনি এখানে থাকতে পারেন না। অভিযোগ উঠেছে 'বহিরাগত' এই ইউপি চেয়ারম্যান এক উপজেলা চেয়ারম্যানের পক্ষে প্রভাব বিস্তার করতেই দলবল নিয়ে হাজির হয়েছেন। ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন। তবে ওই কেন্দ্রে আইন-শৃঙ্খলা বাহিনী ও সাংবাদিকেরা গেলে তিনি দলবল নিয়ে দৌড়ে পালিয়ে যান।
নিয়ম অনুযায়ী কেন্দ্রের আশপাশে ভোটার ও নির্বাচন সংশ্লিষ্টরা ছাড়া কেউ অবস্থান করতে পারবেন না। দলবল নিয়ে শোডাউন দিয়ে সেলিম সেই নিয়ম ভেঙেছেন বলে অভিযোগ তুলেছেন দুজন উপজেলা চেয়ারম্যান প্রার্থীর এজেন্টরা।
তারা বলেছেন সেলিম লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দাঁড়ানো খোরশেদ আলম চৌধুরীর পক্ষে অবস্থান নিতে দলবল নিয়ে এসেছেন তিনি। ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন। এই বিষয়ে তারা নির্বাচনী কর্মকর্তাদের কাছে অভিযোগ করবেন বলেও জানান।
অভিযোগ অস্বীকার করে মো. সেলিম উদ্দিন বলেন, 'লোহাগাড়ার চুনতিতে আমার এক আত্মীয় অসুস্থ হয়ে পড়েছেন। তাকে দেখতে যাচ্ছিলাম আমি। গাড়ি পাচ্ছিলাম না। সেজন্য হেঁটে রওনা দিয়েছি।'