<
সোমবার ১৬ সেপ্টেম্বর ২০২৪ ১ আশ্বিন ১৪৩১
সোমবার ১৬ সেপ্টেম্বর ২০২৪
বাগেরহাটে আওয়ামী লীগের শোক মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪, ৮:২১ PM
সারাদেশে জামাত শিবির ও বিএনপির আগুন সন্ত্রাস, নৈরাজ্য ও নিরিহ মানুষকে হত্যার প্রতিবাদে বাগেরহাটে শোক মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (০১ আগস্ট) সকালে বাগেরহাট জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে শোক মিছিল শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় দলীয় কার্যালযের সামনে শেষ হয়। র‌্যালী শেষে রেল রোড শহীদ মোস্তফা কামাল বাবু চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। 

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড: ভুইয়া হেমায়েত উদ্দিন, সহ-সভাপতি এ্যাড: ফরিদ উদ্দিন, বাগেরহাট পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম, সাধারন সম্পাদক ইবনে মিজান হিরু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান বাচ্চু, সাধারন সম্পাদ এম এ মতিন, জেলা যুব লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, সাধারন সম্পাদক মীর জায়েসী আশরাফি জেমস, মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড শরিফা হেমায়েত, কৃষক লীগের সভাপতি আবুল হাসেম শিপন, জেলা তাতী লীগের সাধারন সম্পাদক এ্যাড ইফতেখারুল ইসলাম রানা, স্বেচ্ছা সেবক লীগের যুগ্ন আহবায়ক সরদার আব্দুল কাদের, ছাত্র লীগের সভাপতি মনির হোসেনসহ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানকে হত্যা করে পা বেধে ঝুলিয়ে রাখা এটা জানোয়ার ছাড়া পারেনা। তাই এদেশের স্বাধীনতা স্বপক্ষের সকল শক্তিকে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ব ভাবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সাড়াদেশে জামাত বিএনপির আগুন সন্ত্রাস,নৈরাজ্য প্রতিহত করতে হবে। 

প্রতিটি পাড়া মহল্লায় সম্মিলিত ভাবে এই সন্ত্রাসীদের প্রতিহত করার জন্য উপস্থিত সকল নেতা কর্মীদের প্রতি আহব্বান জানান।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত