সাধারণ শিক্ষার্থী ও জনগণের রোষানলে পড়ে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। বৈষম্যবিরোধী কোটা আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থী ও মানুষের ওপর আওয়ামী লীগ এবং দলটির সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হামলা চালায়। ফলে দেশব্যাপী কয়েক শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। আবার মামলা ও গণগ্রেপ্তারের শিকার হয়েছেন অনেকে। তবে এ অবস্থায় শেখ হাসিনার পদত্যাগে উল্যাসে মেতে উঠেছেন দেশের সব শ্রেণিপেশার মানুষ।
সোমবার (৫ আগস্ট) দুপুরে শেখ হাসিনার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার খবরের পর সাধারণ মানুষ যেমন উল্লাসে মেতে উঠেছেন, একইসঙ্গে শোবিজ তারকারাও জানাচ্ছেন তাদের প্রতিক্রিয়া। এদের মধ্যে একজন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খান।
মঙ্গলবার (৬ আগস্ট) সকাল ১০টার দিকে ফেসবুক ভেরিফায়েড পেজে একটি স্ট্যাটাস দেন শাকিব খান। এতে তিনি লিখেছেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত সবার চাওয়া পূরণ হয়েছে। জয় পেয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।’
‘কিন্তু এই জয়ের আনন্দ যেন আমাদের দেশের প্রতি, দেশের মানুষের প্রতি ভালোবাসা আর দায়বদ্ধতা ম্লান করে না দেয়। এই মুহূর্তে আমাদের সবার আরও বেশি সহানুভূতিশীল হতে হবে। মনে রাখতে হবে, সবার আগে দেশ, দেশের মানুষ, দেশের ভাবমূর্তি এবং দেশের সম্পদ।’
সবশেষ এ অভিনেতা লিখেছেন, ‘জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষ যেন নিরাপদে থাকে এবং দেশের সম্পদ সুরক্ষিত থাকে। আসুন আমরা সেই চেষ্টা চালিয়ে যাই। এটা আমাদের নৈতিক, সামাজিক এবং রাষ্ট্রীয় দায়িত্ব।’
এর আগে কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের মৃত্যু নিয়েও কথা বলেছিলেন শাকিব খান। এ ব্যাপারে গত ১৭ জুলাই তিনি লিখেছিলেন, ‘আমার প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না। কারও মা-বাবার বুক এভাবে খালি হতে পারে না। আপনারা যারা অভিভাবক পর্যায়ে আছেন, তাদের কাছে অনুরোধ রইল, এখনি আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে এই সংকটের যৌক্তিক সমাধান বের করুন। সব ধরনের সংঘাতের সমাপ্তি চাই।’