মঙ্গলবার ১৫ অক্টোবর ২০২৪ ৩০ আশ্বিন ১৪৩১
মঙ্গলবার ১৫ অক্টোবর ২০২৪
আজ আলস্য দিবস
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ আগস্ট, ২০২৪, ১:৩১ PM
আজ ১০ আগস্ট আলস্য দিবস। কর্মব্যস্ত পৃথিবীতে আলস্যের দামও কম নয়! সব দেশেই কম বেশি অলস মানুষ বসবাস করেন। তবে সবচেয়ে বেশি অলস ব্যক্তির বসবাস দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বীপ রাষ্ট্র ইন্দোনেশিয়াতে। কেউ কেউ অলসতার জন্য পুরস্কারও জেতেন।

ইউরোপের দেশ মন্টেনেগ্রোতে ১২ বছর ধরে ‘অলসতম নাগরিক’ খোঁজার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে। ২০২৩ সালে সব রেকর্ড ভেঙে টানা ৫০ দিন শুয়ে প্রতিযোগীতায় জয়ের খেতাব জিতেছেন ফিলিপ নেজেভিচ ও লিডিজা মার্কোভিচ নামের স্থানীয় দুই তরুণ-তরুণী। 

অলসতা যে সব সময় খারাপ নয় তার আরও প্রমাণ আছে। গবেষণা বলছে, আলসেমি উচ্চ বুদ্ধিমত্তার লক্ষণ। তাদের আইকিউ উচ্চমাত্রার হয়ে থাকে। জার্নাল অব হেলথ সাইকোলজির তথ্য  অলস ব্যক্তিরা অন্যদের চেয়ে বেশি বুদ্ধিমান হয়। তারা তুলনামূলক চৌকস, সফল এবং কর্মী হিসেবেও ভালো।

ইংরেজ লেখিকা অগাথা ক্রিস্টিতো সরাসরি অলসতাকে উদ্ভাবনের মূল কারণ বলে গেছেন। তিনি বলেছেন, সৃষ্টি বা উদ্ভাবন হয় সরাসরি আলস্য থেকে।

মাইক্রোসফট কর্পোরেশনের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস বলেছেন, আমি কঠিন কাজের জন্য সব সময় একজন অলস মানুষকেই বেছে নেব। তার কারণ একজন অলস ব্যক্তিই কাজটি সম্পাদনের সহজ পথ খুঁজে বের করবে।

ডেজ অব দ্য ইয়ারের তথ্য, ১০ আগস্ট আলস্য দিবস। দিনটি কবে কোথায় পালন করা শুরু হয়েছিল তার কিছু জানা যায় না।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত