গাজীপুরের টঙ্গীতে ১১ দফা দাবীতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছে পিপলস সিরামিক্স ইন্ডাস্ট্রিজ লিঃ এর কর্মরত শ্রমিকরা।
রবিবার বেলা এগারোটার দিকে আন্দোলনরত শ্রমিকরা কারখানার প্রধান ফটকের সামনে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন।
এ সময় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় । এতে চরম ভোগান্তির মুখে পড়েন এই মহাসড়ক ব্যবহারকারী সাধারণ যাত্রীরা। বিক্ষুব্ধ শ্রমিকদের একাংশ বিআরটি প্রকল্পের উড়াল সেতুর মিলগেট অংশে অবস্থান নিলে সেতুর উপরেও যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে শিল্প পুলিশ তাদেরকে বুঝিয়ে সড়ক থেকে সড়িয়ে দিলে প্রায় তিন ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
এর আগে ভোর থেকে কারখানার প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করেন আন্দোলনরত শ্রমিকরা।
শ্রমিকদের দাবী, দীর্ঘ ৯ বছর যাবৎ তারা বৈষম্যের শিকার হচ্ছেন। এখন পর্যন্ত ২০১৫ সালের মজুরি কমিশন কার্যকর করেনি কারখানা কর্তৃপক্ষ। নারী শ্রমিকদের দেওয়া হয়না কোন মাতৃত্বকালীন ছুটি। এসময় মালিক পক্ষের ৬ কর্মচারীর পদত্যাগ দাবী করেন শ্রমিকরা।
তারা আরো বলেন, কোন স্থায়ী শ্রমিক চাকরি থেকে অব্যাহতি নিলে তাদের ন্যায্য পাওনাদি দিতে গড়িমসি করেন কারখানা কর্তৃপক্ষ।
গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশারফ হোসেন (মুঠোফোন) বলেন, শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে। তাদের দাবিগুলো নিয়ে পুলিশের পক্ষ থেকে কারখানা কর্তৃপক্ষের সাথে আলোচনা চলছে। আপতত যান চলাচল স্বাভাবিক হয়েছে।