বুধবার ২ জুলাই ২০২৫ ১৮ আষাঢ় ১৪৩২
বুধবার ২ জুলাই ২০২৫
সেনাবাহিনীর গাড়িতে হামলার ঘটনায় অভিযুক্ত আসামির কারাগারে মৃত্যু
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪:৫৬ PM আপডেট: ০৯.০৯.২০২৪ ৯:৪৬ PM
গোপালগঞ্জে ১০ আগস্ট সেনাবাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের মামলায় গ্রেফতার হাজতি কারাগারে মারা গেছেন। মারা যাওয়া হাজতির নাম ইলাহী সিকদার (২৫)। 

গত রাত দেড়টার দিকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে গোপালগঞ্জ জেলা কারাগারের সুপার আল মামুন ও গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বিচিত্র কুমার বিশ্বাস নিশ্চিত করেছেন। ইলাহী সিকদার গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফলসি গ্রামের মহি সিকদারের ছেলে। 

নিহতের বড় ভাই কুদরত সিকদার জানান, গত মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার ফলসি গ্রামের বাড়ি থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। রাত দেড়টার দিকে পুলিশ কল দিয়ে জানায়, ভাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরদিন আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 

গতকাল রাতে জেলখানা থেকে কল দিয়ে জানানো হয়, ইলাহি সিকদার অসুস্থ। রাত ৩টার দিকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক হাসপাতালে গিয়ে দেখেন, তার ভাইয়ের লাশ পড়ে আছে।

কারাগারের সুপার আল মামুন জানান, গত ৪ সেপ্টেম্বর একটি মামলার আসামি হিসেবে তাকে কারাগারে পাঠানো হয়। সে সময় তাকে অসুস্থ দেখানোয় হাসপাতালে চিকিৎসা দিয়ে আবার কারাগারে নিয়ে আসা হয়। পরে গত শনিবার সন্ধ্যায় আবারও অসুস্থ হয়ে পড়লে তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে মারা যায়। আইনি কার্যাদি সম্পন্ন করে লাশ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হবে।
মৃত ইলাহী সিকদার

মৃত ইলাহী সিকদার

গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসক বিচিত্র কুমার বিশ্বাস বলেন, ওই হাজতি কী কারণে মারা গেছেন, এখনও আমরা নিশ্চিত হতে পারিনি। তবে তার লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ বিশিষ্ট আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বোঝা যাবে, কী কারণে তার মৃত্যু হয়েছে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক জিবিতষ বিশ্বাস বলেন, ইলাহি সিকদারকে তিন বার হাসপাতালে আনা হয়। প্রথমে ৩ সেপ্টেম্বর সেনাবাহিনীর সদস্যরা রাত ১১টা ২৪ মিনিটে এবং ৪ সেপ্টেম্বর পুলিশ সদস্যরা রাত ১টা ৩৭ মিনিটে এনে চিকিৎসা দিয়ে নিয়ে যায়, পরে ২টা ১১টা ভর্তি করে। তখন তার শরীরের নিচের অংশে আঘাতের চিহ্ন ছিল। গত রাতে ১টার দিকে তাকে জেলা কারাগার থেকে হাসপাতালে নিয়ে আসে। তবে এখানে আনার আগেই মৃত্যু হয়েছিল। 

প্রসঙ্গত, গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন। আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশত্যাগে বাধ্য করার অভিযোগ করে এর প্রতিবাদে ১০ আগস্ট বিকালে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে গোপালগঞ্জ সদরের গোপীনাথপুর বিক্ষোভ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। 

খবর পেয়ে গোপালগঞ্জে কর্তব্যরত সেনাসদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের মহাসড়ক ছেড়ে দিতে বলেন। তখন সেনাসদস্যদের সঙ্গে বিক্ষোভকারীরা বাগবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে তারা সেনাসদস্যদের ওপর হামলা করেন। এতে সেনাবাহিনীর ৪ কর্মকর্তাসহ ৯ জন আহত হন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত