মঙ্গলবার ১৫ অক্টোবর ২০২৪ ৩০ আশ্বিন ১৪৩১
মঙ্গলবার ১৫ অক্টোবর ২০২৪
কালিহাতীতে অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলায় গ্রেপ্তার ৩
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪, ৯:২৮ PM
টাঙ্গাইলের কালিহাতীতে অপহরণ ও ধর্ষনচেষ্টা মামলায় সোমবার দুপুরে তিন যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। রোববার রাতে তাদের কালিহাতী ও ঘাটাইল থেকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, কালিহাতীর নগরবাড়ী গ্রামের লাল মিয়ার ছেলে মো. আমিনুল (৩০), পালিমা গ্রামের আব্দুল আজিজের ছেলে মো. জুবায়ের হোসেন (২১), মধুপুরের বুচিয়া নাগরবাড়ি গ্রামের ইয়ারহামের ছেলে আব্দুর রহমান রানা (৩০)। 

সিএনজিতে যাত্রীবেশে থাকা অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা ওই নারীর হাত পা ও মুখ বেধেঁ সিএনজি ঘুরিয়ে পূনরায় ময়মনসিংহ লিংক রোড হয়ে যমনা সেতুর দিকে নিয়ে যায় এবং ধর্ষণের চেষ্টা ও নারী খুন ও জখমের হুমকি দেখিয়ে তার নিজের কাছে থাকা নগদ ১৩০০ টাকাসহ বিকাশের মাধ্যমে তার বাবার নিকট হতে ৩৫ হাজার টাকা নিয়ে নেয়। 

পরবর্তীতে বাঘুটিয়া এলাকায় রাস্তার পাশে নারী ভিকটিমকে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় ওই নারী বাদি হয়ে গত ১৯ আগস্ট কালিহাতী থানায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ও দমন (সংশোধনী) ২০০৩ আইনে মামলা দায়ের করেন।

এ বিষয়ে কালিহাতী থানার ওসি মোহাম্মদ কামরুল ফারুক জানান, অপহরণ ও ধর্ষন চেষ্টা  মামলার ঘটনাটি ক্লু-লেস এবং চাঞ্চল্যকর হওয়ায় পুলিশ সুপারের নির্দেশনায় দ্রুত মামলার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার করার জন্য একটি চৌকস পুলিশ টিম নিরন্তর প্রচেষ্টা চালাচ্ছিলো। পরে রোববার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনার রহস্য উদঘাটন করে অপহরণের সাথে জড়িত তিন যুবককে গ্রেপ্তার করা হয়। আসামীদের হেফাজত হতে অত্র মামলার ঘটনায় বিকাশে টাকা নেওয়ার ব্যবহৃত মোবাইল ফোন ও একটি সিএনজি উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

তিনি আরও বলেন, আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপহরণ ও ধর্ষন চেষ্টা মামলার ঘটনার সাথে জড়িত থাকা বিষয়ে নিজেদের দোষ স্বীকার করে। অপহরণ মামলার ঘটনার সাথে জড়িত অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতার করার জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত