নীলফামারী সৈয়দপুর সরকারী খাদ্য গুদামে অবৈধ শ্রমিকদের ১৯ লক্ষ টাকা চাঁদা ও ট্রাক লোড আনলোডে ট্রাক প্রতি ৫শ টাকা চাঁদার দাবীতে ঠিকাদারকে শ্বাশরোধ করে হত্যা ও গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে হত্যা চেষ্টার দায়ে ১৯ জনের নামে বাদী হয়ে মেসার্স খালেক এন্টার প্রাইজের স্বতাধিকারী এ.টি.এম খালেকুজ্জামান মামলা করেছে বিজ্ঞ আমলী আদালত, সৈয়দপুর, নীলফামারীতে।
উল্লেখযোগ্য আসামিরা হলেন আসামীরা হলেন, মোঃ জিকরুল হক (৬২), মোঃ আফছার আলী (৫৮), মোঃ আঃ হামিদ (৬৭) ও মোঃ আনোয়ার হোসেন (৬৮)।
মামলা এজাহারে জানা যায়, গত ২৫ মে ২০২৩ইং তারিখে ৮৫৮ নং স্মারকে নিয়োগকৃত ৪৩ জন শ্রমিকের মাধ্যমে শ্রম ও হ্যান্ডলিং কার্যক্রম পরিচালনা হলেও ১১জন আসামী বয়স ৫৭ বছরের বেশি হওয়ায় শ্রম আইন ২০০৬ এর ২৮তম ধারা অনুযায়ী ১-১১নং আসামীদের বয়স সীমা অতিক্রম করায় অফিস কর্তৃপক্ষ তাদেরকে ছাটাই করে। তাদের দাবীতে ঠিকাদার সম্মতি না দিলে এই নিয়ে দফায় দফায় ঠিকাদারকে হামালার চেষ্টা চালায়।
একপর্যায়ে ৮ আগস্ট ২০২৪ সকাল বেলা ১ দল জনতা হাতে লাঠি, ছোড়া, দা, বল্লম সহ দেশী অস্ত্র নিয়ে বর্তমান দেশের উদ্ধুত পরিস্থিতির সুযোগ নিয়ে সৈয়দপুর খাদ্য গুদামে প্রবেশ করে ১৯ লক্ষ টাকা চাঁদার দাবী ও ট্রাক প্রতি লোড আনলোডে ৫শ টাকা চাঁদার দাবী করে মোঃ জিকরুল হক, মোঃ আফছার আলী, মোঃ আঃ হামিদ ও মোঃ আনোয়ার হোসেনসহ অজ্ঞাত অনেকে কয়েকজন ঠিকাদার এ.টি.এম খালেকুজ্জামানকে মারধর করে শ্বাষরোধ করে হত্যা চেষ্টা ও শরিরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেবার চেষ্টা চালায়।
এ বিষয় জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন বিষয় টি জেনেছি।