খিলগাঁওয়ে নুরু ইসলাম (৫০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে খিলগাঁও থানার তালতলার ঝিলপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
পরে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত নুরু ইসলাম ঢাকার কেরাণীগঞ্জ থানার রায়ের চর এলাকার আব্দুল করিমের ছেলে। পুলিশ জানিয়েছে, তার শরীরের বিভিন্ন জায়গায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
পুলিশ জানায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে তালতলার ঝিলপাড় এলাকায় যায় পুলিশ। পরে সেখানে নুরু ইসলামকে আহতাবস্থায় পাওয়া যায়। একপর্যায়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেয়া হলে বিকেল ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
এসআই আব্দুল্লাহ আল হাসান জানান, কে বা কারা তাকে পিটিয়ে আহত করে ঝিলপাড় এলাকায় ফেলে যায়। প্রাথমিকভাবে আমরা ওই ব্যক্তির নাম পরিচয় পেয়েছি। তবে তার পরিবারের সঙ্গে এখনও যোগাযোগ করতে পারিনি।
তিনি আরও বলেন, নিহত নুরু ইসলাম বর্তমানে কোথায় থাকতেন এবং কী করতেন সে বিষয়েও জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করছি অজ্ঞাত ব্যক্তিরা তাকে পিটিয়ে হত্যা করেছে।