সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি এর অধীনস্থ গঙ্গারহাট বিওপির সীমান্ত এলাকা দিয়ে ভারতে স্বর্ণের বার পাচারের সময় শহীদুল ইসলাম (৫২) নামে এক স্বর্ণ চোরাকারবারিকে স্বর্ণের বারসহ আটক করেছে বিজিবি সদস্যরা।
শহীদুল ইসলাম কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার অনন্তপুর গ্রামের মৃত সফর উদ্দিনের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি এর অধীনস্থ কুড়িগ্রাম জেলার গঙ্গারহাট বিওপির দায়িত্বপূর্ণ গঙ্গারহাট নামক এলাকা দিয়ে মোটরসাইকেল যোগে একজন লোক ভারতে স্বর্ণ পাচার করবে সেই সংবাদের ভিত্তিতে হাবিলদার মোঃ আব্দুল মালেকের নেতৃত্বে একটি বিশেষ দল সকাল ৯ টায় বিওপি হতে অনুমানিক ৭০ গজ উত্তর দিকে সীমান্ত পিলার ৯৩৯/ ৭এস হতে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিদ্যাবিগিস (জেলা কুড়িগ্রাম, থানা ফুলবাড়ি) নামক স্থানে রাস্তার পাশে ওত পেতে থাকে।
পরবর্তীতে বিজিবির টহলরত দল সোর্সের দেয়া তথ্য অনুযায়ী মোটরসাইকেল যোগে শহীদুলকে আসতে দেখতে পেয়ে তাকে আটক করে। পরে সে মোটরসাইকেল রেখে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবির সদস্যরা তাকে আটক করতে সক্ষম হয়।
আটককৃত ব্যক্তিকে তল্লাশি করে তার পরিহিত অন্তর্বাসের পকেটের মধ্যে কস্টেপ দ্বারা পেঁচানো অবস্থায় দুইটি প্যাকেট উদ্ধার করে ৫ টি স্বর্ণের বার পাওয়া যায়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৫৬৬.৬৫ গ্রাম। (৪৮ভরি ০৯ আনা ২ রতি ০৫ পয়েন্টে) যার বর্তমান বাজার মূল্য ৬৬,৭৭,৪০৩ লক্ষ টাকা।
এ বিষয়ে লালমনিরহাট (১৫বিজিবি)র' ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোহাম্মদ আসিফুল ইসলাম সিদ্দিকী সাংবাদিকদের বলেন, সীমান্তে চোরাচালান রোধে আমরা সব সময় কঠোর অবস্থানে রয়েছি।